ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যে জাদুঘরের ছবিতে কথা কয় ইতিহাস

প্রকাশিত: ০৪:৪০, ২৬ মার্চ ২০১৭

যে জাদুঘরের ছবিতে কথা কয় ইতিহাস

জান্নাতুল মাওয়া সুইটি ॥ ইতিহাস ও এতিহ্য সুরক্ষা করে ‘জাদুঘর’। বিভিন্ন নিদর্শন দিয়ে সাজানো থাকে জাদুঘর। কিন্তু সব নিদর্শন তো আর ব্যক্তিগতভাবে সংগ্রহ করা সম্ভব নয়। তবে ছবি দিয়ে যদি নিদর্শন বা ইতিহাসকে তুলে ধরা যায়, তা মন্দ হয় না। বাংলার ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটের ছবি দিয়ে নিজ বাড়িতে এক ইতিহাস কেন্দ্র ও জাদুঘর তৈরি করেছেন ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক হাসানুর রশীদ। রাজধানীর মিরপুরে রাইনখোলায় তৈরি এ জাদুঘরে বাংলার আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়েছে। ব্যতিক্রমী এ ব্যক্তিগত জাদুঘরের নাম দেয়া হয়েছে ‘বিশ্ব ইতিহাস কেন্দ্র ও চিত্র জাদুঘর’। এ জাদুঘরে বাংলার প্রাচীণন ইতিহাস থেকে শুরু করে ব্রিটিশবিরোধী আন্দোলন, পূর্ব পাকিস্তানের সঙ্গে পশ্চিম পাকিস্তানের বৈষম্য ও এ দেশের স্বাধীনতা সংগ্রামের বর্ণনা রয়েছে। হাসানুর রশীদ ও তার সহধর্মিণী ঢাকা মহিলা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান লুৎফা সুলতানা তাঁদের বাড়ির গ্যারেজে ১২০০ বর্গফুট জায়গায় জাদুঘরটি তৈরি করেছেন। ব্যক্তিগত উদ্যোগে নিজ বাড়িতে জাদুঘর তৈরির বিষয়টি প্রসঙ্গে হাসানুর রশীদ জনকণ্ঠকে বলেন, ‘জাদুঘরটি প্রতিষ্ঠার পেছনে মূল উদ্দেশ্য হলো মানুষকে ইতিহাসের সঙ্গে সংযুক্ত রাখা। ইতিহাস মানুষের চেতনা শাণিত করে। জাদুঘর তৈরির খরচ, স্থান, ভাবনা, কোথায় কোন ছবি পাওয়া যাবে, তা সংগ্রহ করার পুরো কাজটিই হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক উদ্যোগে। এখানে লেখা বা নিদর্শন সাজিয়ে রাখার চেয়ে চিত্রকে প্রাধান্য দেয়া হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে ধীরে ধীরে তাঁরা জাদুঘরের এসব নিদর্শন সংগ্রহ করছেন বলে জানালেন তিনি। এ জাদুঘরে ঢুকতেই সামনের দেয়ালে চোখে পড়বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের অসংখ্য ছবি। আছে বর্তমান প্রধানমন্ত্রীর ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন পারিবারিক ছবি। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটিও আছে। একনজরে আছে বঙ্গবন্ধু ও বাংলাদেশের সংক্ষিপ্ত বিবরণ। জাদুঘরের ডান দিকের দেয়ালে সৈয়দ নজরুল ইসলাম থেকে বর্তমান রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের ছবিসহ সব রাষ্ট্রপতির ইতিহাস সাজানো রয়েছে ছবিতে ও সংক্ষিপ্ত বিবরণে। একই ভাবে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ থেকে শুরু করে খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ইতিহাস আছে। উত্তর-পূর্ব ভারতের কয়েকটি সাম্রাজ্য, মুসলমানদের ভারত শাসন, ভারতবর্ষের ইতিহাস, বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন, পাকিস্তানের যাত্রা, পাকিস্তান থেকে বাংলাদেশ, বাংলার শাসকবর্গের বংশানুক্রমিক তালিকা, ব্রিটিশ-বাংলার নেতাদের ছবি, ব্রিটিশ-ভারতের সাধারণ নির্বাচন, ব্রিটিশ-বাংলার রাজনৈতিক দল, ক্ষুদিরাম বসু থেকে শুরু করে বিভিন্ন নেতার ছবিও আছে। ১২ মার্চ ‘বিশ্ব ইতিহাস কেন্দ্র ও জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা এ জাদুঘর প্রদর্শনের সময় নির্ধারিত হয়েছে দুপুর বারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত। উদ্বোধনের পর থেকেই দর্শক সমাগম বাড়ছে বলে জানান হাসানুর রশীদ। ভবিষ্যতে জাদুঘরের পরিধি বাড়ানো এবং ঢাকার বাইরে কোন উপশহরে এ ধরনের আরেকটি জাদুঘর তৈরির ইচ্ছার কথাও জানালেন তিনি।
×