ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পরীক্ষায় খারাপ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৪৮, ৬ মার্চ ২০১৭

পরীক্ষায় খারাপ করায় স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ডেমরা ও ধানম-িতে এক স্কুলছাত্রীসহ দুজন আত্মহত্যা করেছে। বনানীর একটি বস্তিতে এক গার্মেন্টসের এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মুগদায় দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানায়, ডেমরায় পরীক্ষার রেজাল্ট খারাপ করার অভিমানে ফারজানা আক্তার রূপা (১১) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। নিহত রূপা ডেমরার ডগাইর রেনেসাঁ কিন্ডারগার্টেনের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাবার নাম আবদুল কাইয়ুম। রূপার বাবা আবদুল কাইয়ুম ডেমরায় একটি কারখানায় স্কুলব্যাগ তৈরির কাজ করেন। এদিকে একইদিন রাজধানীর ধানম-ি আবাহনী মাঠের পাশের একটি বাড়িতে মিলন হাওলাদার (২৪) নামে এক বেকার যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বাবার নাম চুন্নু হাওলাদার। গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নুরানপুর গ্রামে। কিছুদিন ধরে বিয়ে করার জন্য তার মাকে চাপ দেয়। মা রাজি না হওয়ায় ঘরের আড়ার সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে সে আত্মহত্যা করে। ধর্ষণ ॥ বনানীর একটি বস্তিতে গার্মেন্টসের এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার সকালে ওই যুবতীকে (২৩) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধর্ষিতার খালাতো বোন জানায়, বনানীর একটি পোশাক কারখানায় কাজ করেন তার বোন। বেশ কয়েকদিন আগে থেকে একই এলাকার জুনায়েদসহ কয়েকজন যুবক তাকে উত্ত্যক্ত করে আসছিল। এই ঘটনায় গত দুইদিন আগে বনানী থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিল সে। সে আরও জানায়, থানায় জিডি করার কথা জানতে পেরে শনিবার রাতে জুনায়েদ, সোহাগ, রাকিব ও নায়েব আলী বনানীর বস্তিতে তার খালাতো বোনের ঘরে ঢুকে। এরপর ওই যুবকরা তার খালাতো বোনের গলায় ওড়না পেঁচিয়ে ধর্ষণ করে। রবিবার সকালে বস্তির লোকজন টের পেয়ে তার রুম থেকে খালাতো বোনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়েটি ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছে। দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার ॥ মুগদা এলাকা থেকে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ মোঃ জসীম ওরফে টু-া জসীম ওরফে জয় ও মোঃ ইউসুফ রানা। ৬২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥ রাজধানীতে ইয়াবা ডিলারসহ ৬২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিএমপি মিডিয়ার শাখার সূত্র জানায়, রবিবার রাতভর অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৭ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪১৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৪৪ গ্রাম ও ৬৪ পুরিয়া হেরোইন, ১০ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ৪২৫ বোতল ফেনসিডিল, ৮ ক্যান বিয়ার ও ৬৭২ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
×