ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশিত: ০৬:০৯, ১১ ফেব্রুয়ারি ২০১৭

সড়ক দুর্ঘটনায় নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ যশোরে পিকনিকের বাস চাপায় দুইজন নিহত ও পিকনিকের অন্য একটি বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছেন। কাভার্ডভ্যান চাপায় ইবির দুই কর্মচারী, নেত্রকোনায় নারীসহ তিন ও দিনাজপুরে দুইজন নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। যশোর ॥ এবার পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় ঘটা এই দুর্ঘটনায় দুই যুবক ঘটনাস্থলেই নিহত হন। এর আগে বেলা ১১টার দিকে যশোর-নড়াইল সড়কে ঝিনাইদহের একটি স্কুলের পিকনিক বাস উল্টে ৩০ জন আহত হন। নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) এবং তার বন্ধু একই উপজেলার হাজরাইল গ্রামের ধীরাজ ম-লের ছেলে দেবপ্রসাদ ম-ল (২৮)। যশোর জেনারেল হাসপাতালে নিহত প্লাবনের পিসি সোনালি মল্লিক তাদের শনাক্ত করেন। তিনি জানান, প্লাবন ও দেবপ্রসাদ পরস্পর বন্ধু। হাসপাতালে উপস্থিত কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, নিহত দুই যুবক শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে মোটরসাইকেলযোগে মণিরামপুর থেকে যশোর শহরের দিকে আসছিলেন। কানাইতলা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী পিকনিকের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে যশোর-নড়াইল সড়কের বাউলিয়া হামকুড়া ব্রিজের কাছে একটি পিকনিকের বাস খাদে পড়ে ৩০ শিক্ষার্থী ও অভিভাবক আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই শিক্ষক, দুই অভিভাবক ও ৯ শিক্ষার্থীকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে প্রধান শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার শিকার বাসটি ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার পার্বতীপুর কলকাকলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। ইবি ॥ কাভার্ড ভ্যানের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী নিহত হয়েছে। মোটরসাইকেলে ক্যাম্পাস থেকে কুষ্টিয়া যাওয়ার পথে আবদালপুর এবং বিত্তিপাড়ার মাঝে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে । প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে আকিজ গ্রুপের কাভার্ড ভ্যানের সঙ্গে মোটারসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুজনই ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেনÑ ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের কর্মচারী আমিরুল ইসলাম বকুল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী সানোয়ার হোসেন। বকুলের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুড়া এবং সানোয়ারের বাড়ি কুষ্টিয়া জেলার কালিসঙ্করপুর। নেত্রকোনা ॥ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। জানা গেছে, শুক্রবার সকালে আটপাড়া থেকে নেত্রকোনাগামী একটি অটোরিক্সা সদর উপজেলার দুগিয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ওয়াহেদ আলী নামে এক যাত্রী ঘটনাস্থলেই এবং মুসলেম উদ্দিন নামে অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। এছাড়া আহত যাত্রীরা হলেনÑ আল আমিন, হবি মিয়া, পল্টন মিয়া ও অটোরিক্সাচালক উজ্জ্বল মিয়া। এদের মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামে। তারা মাটি কাটার শ্রমিক। এদিকে একই দিন সকালে মদন উপজেলার আলমবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী টমটমের সংঘর্ষে শিউলী আক্তার নামে এক টমটম যাত্রী নিহত হন। নিহত শিউলী আক্তার মদন উপজেলার কাইটাইল-বাগবাড়ি গ্রামের আনছু মিয়ার স্ত্রী। এ সময় আনছু মিয়া এবং তার ভাবি রেখা আক্তারও আহত হন। দিনাজপুর ॥ দিনাজপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, শুক্রবার সকালে বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাটে যাত্রীবাহী অটো পাগলুর সঙ্গে রিক্সাভ্যানের সংঘর্ষ হয়। এতে বোচাগঞ্জ উপজেলার যোগেন্দ্রনাথ নামে এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হন। শুক্রবার ভোরে বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের ডগড়াই খাটিয়াডিঘিতে মোটরসাইকেলচালক শফিকুল ইসলাম দুর্ঘটনায় কবলিত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শফিকুল একই গ্রামের তজি মোহাম্মদের পুত্র।
×