ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এশিয়ান ভার্সিটিতে সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

প্রকাশিত: ০৫:০০, ৭ ফেব্রুয়ারি ২০১৭

এশিয়ান ভার্সিটিতে সোশ্যাল মিডিয়া বিষয়ক কর্মশালা

সম্প্রতি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে হাতে কলমে শিক্ষা দিতে ‘ওয়ার্কশপ অন নেটওয়ার্কিং থ্রো সোশ্যাল মিডিয়া’ শিরোনামে কর্মশালার আয়োজন করে। এইউবি’র প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা সোশ্যাল মিডিয়া আমাদের জন্য সুফল বয়ে আনবে নাকি আমাদের ক্ষতি করবে তা নির্ভর করে আমরা কিভাবে এগুলো কাজে লাগাচ্ছি। তিনি শিক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ার নেতিবাচক দিকগুলো পরিহার করে এর ইতিবাচকদিকগুলো গ্রহণ করার জন্য তাগিদ দেন। এদিকে সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং ব্র্যান্ডিং বিষয়ে সোশ্যাল মিডিয়াকে কিভাবে কাজে লাগানো যায় এসব বিষয়ে ট্রেনিং সেশন পরিচালনা করেন সোশ্যাল মিডিয়া বিশেষজ্ঞ আব্দুল্লাহ এম তাহের এবং ইঞ্জিনিয়ার আহসান আরিফ। বিশ্ববিদ্যালয়ের আইটি ডিরেক্টর ড. মুহাম্মদ জাফার সাদেকের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক কে, এম, মনিরুল ইসলাম, ডেপুটি ডিরেক্টর স্টুডেন্ট এ্যাফেয়ার্স মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, ডেপুটি ডিরেক্টর জনসংযোগ হাশিম রনি প্রমুখ। -বিজ্ঞপ্তি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুদ্ধ বাংলা বলা ও লেখা জরুরী ॥ ঢাবি উপাচার্য বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, শুধু মুখে মুখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালে হবে না। শুদ্ধভাবে বাংলা বলা ও লেখার মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র্র মিলনায়তনে জীববিজ্ঞান অনুষদ এবং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোঃ ইমদাদুল হক এবং ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ হাসানুজ্জামান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় বিভাগীয় চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালন করেন মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ছন্দা কর্মকার। অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এক ও অভিন্ন। বাংলা ভাষা ও স্বাধীনতার জন্য এই অনন্য বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী জীবন দিয়ে গেছেন, কিন্তু এর সুফল ভোগ করতে পারেননি। সুফল উপভোগ করছে পরবর্তী প্রজন্ম। তাই সর্বদা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
×