ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

প্রকাশিত: ০৫:৪৭, ২৪ জানুয়ারি ২০১৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজের তিন শিক্ষার্থীকে বহিষ্কারের ঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণা ও আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়েই শিক্ষার্থীরা হল ছেড়ে চলে গেছে। সোমবার দুপুরে কলেজের একাডেমিক এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। পরে সিদ্ধান্তের কথা জানান কলেজের উপাধ্যক্ষ ডাঃ আনম ফজফুল হক পাঠান। কলেজ সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি রাতে কলেজের সিনিয়র ছাত্র শহিদুল ইসলামকে বেদমভাবে মারধর ও লাঞ্ছিত করে দ্বিতীয় বর্ষের বখাটে ছাত্ররা। এই ঘটনা তদন্তের পর কলেজ কর্তৃপক্ষ সোমবার একাডেমিক কাউন্সিলের সভায় হিমেল, অনুপম ও সিয়াম এই তিনজনকে এক বছরের জন্য সাময়িক বহিষ্কার করে। বহিষ্কারের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পরার আশঙ্কায় কলেজ কর্তৃপক্ষ আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেয়। তবে পরীক্ষার্থী ও বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর হবে না।
×