ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে নাশকতার আগুন ॥ বাড়ি পুড়ে ছাই, নিহত ১

প্রকাশিত: ০৫:৫৯, ১৬ জানুয়ারি ২০১৭

রাজশাহীতে নাশকতার আগুন ॥ বাড়ি পুড়ে ছাই, নিহত ১

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে বাড়িতে অগ্নিকা-ে এক হিন্দু নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে এ অগ্নিকা-ের ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়েছে। এ ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছে পুলিশ ও নিহতের পরিবার। অগ্নিকা-ে নিহত নারীর নাম লাবণ্য প্রভা (৭০)। তিনি মৃত নীরঞ্জন কুমার ম-লের স্ত্রী। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনার পরে পুড়ে কয়লা হয়ে যাওয়া নিহত নারীর লাশ উদ্ধার করে। মাটির বাড়িটির পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে। নিহতের পরিবারের সদস্যদের বরাত দিয়ে দুর্গাপুর থানার এসআই কামরুজ্জামান বলেন, রাত ১২টার দিকে হঠাৎ ওই বাড়িতে আগুন লাগে। দ্রুত আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। বাড়ির অন্য সদস্যরা বের হয়ে এলেও লাবণ্য প্রভা বের হতে পারেননি। অগ্নিদগ্ধ হয়ে তিনি নিজ ঘরে মারা যান। ওই ঘরে লাবণ্য একাই থাকতেন। পরে গ্রামের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুরো বাড়ি পুড়ে যায় বলেন তিনি।এসআই কামরুজ্জামান বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এ ঘটনাকে নাশকতা বলে দাবি করেছে। নাশকতার বিষয়টি ধরে পুলিশ তদন্ত শুরু করছে। আগুনে ধাতব পদার্থের ব্যবহার হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেন কামরুজ্জামান। নিহতের ছেলে ডাঃ দুলাল কুমার ম-ল বলেন, বাড়িতে ১০ সদস্য ছিলেন। আগুন লাগার পর বের হওয়ার সময় তিনজন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়াও তিনটি ছাগল, ১০০ মন ধান, জমির দলিলপত্রসহ সবকিছু পুড়ে গেছে বলে জানান তিনি।
×