ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাকা চিটাগাং রাজশাহীর পর সেরা চারে খুলনা

প্রকাশিত: ০৫:০৭, ৫ ডিসেম্বর ২০১৬

ঢাকা চিটাগাং রাজশাহীর পর সেরা চারে খুলনা

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা ডায়নামাইটস, চিটাগাং ভাইকিংস, রাজশাহী কিংসের পর চতুর্থ দল হিসেবে সেরা চারে উঠে গেছে খুলনা টাইটান্স। রবিবার ঢাকাকে ৬ উইকেটে হারিয়ে সেরা চারে খেলা নিশ্চিত করেছে খুলনা। শুধু তাই নয়। ১৪ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে। খুলনার বিপক্ষে হারের পরও ১৬ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে ঢাকা। সমান ১২ পয়েন্ট নিয়েও রানরেটে এগিয়ে থেকে তৃতীয় স্থানে আছে চিটাগাং ভাইকিংস ও চতুর্থ স্থানে আছে রাজশাহী কিংস। রবিবারই রাজশাহী সেরা চারে খেলা নিশ্চিত করে। সমান পয়েন্ট নিয়েও রানরেটে চিটাগাং ও রাজশাহী থেকে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে থাকা রংপুর রাইডার্স তৃতীয় দল হিসেবে বিদায় নিয়েছে। আগেই বিদায় নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস। ম্যাচে টস জিতে খুলনা। আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ঢাকা ব্যাট করতে নেমে কুমার সাঙ্গাকারার ৫৯ রানে ৭ উইকেট হারিয়ে ২০ ওভারে ১৫৮ রান করে। জুনাইদ খান ৩ উইকেট নেন। জবাবে মাহমুদুল্লাহ রিয়াদের ৫০ ও হাসানের ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ১৮ ওভারে ১৫৯ রান করে জিতে খুলনা। ঢাকার ছুড়ে দেয়া ১৫৯ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই আন্দ্রে ফ্লেচার আউট হয়ে যান। এরপর হাসান ও আব্দুল মজিদ মিলে ৫২ রানের জুটি গড়েন। দলের ৬১ রানের সময় হাসান (৪০) সাজঘরে ফিরেন। এরপর তৃতীয় উইকেটে মজিদ ও মাহমুদুল্লাহ মিলেও ৪৬ রানের বড় জুটি গড়েন। দলও ১০৭ রানে পৌঁছে যায়। এমন সময় মজিদ (২১) আউট হন। তবে খুলনাকে জয়ের আশায় রেখে যান। শেষপর্যন্ত জয় পায় খুলনা। জিততে যখন ১৮ বলে ৮ রান দরকার, এমন সময়ে অর্ধশতক করা মাহমুদুল্লাহ আউট হয়ে যান। শেষে গিয়ে বেনি হওয়েল (২৬*) ও নিকোলাস পুরান (১*) মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। প্লে-অফে খেলাও নিশ্চিত করে নেয় খুলনা। ঢাকা শুরুতে দুর্দান্ত ব্যাটিং করে। দুই ওপেনার মেহেদী মারুফ ও কুমার সাঙ্গাকারা মিলে ৫৮ রানের জুটি গড়েন। এমন সময়ে মেহেদী (১৬) আউট হন। দ্বিতীয় উইকেটেও নাসির হোসেনকে সঙ্গে নিয়ে বড় জুটি গড়ার ইঙ্গিত দেন সাঙ্গাকারা। কিন্তু ৮৭ রানে গিয়ে ২৯ রানের জুটি গড়ে সাঙ্গাকারা (৫৯) আউট হয়ে যান। এরপর যেন ধস নামা শুরু হয়। ১০ ওভারেই ৭৬ রান করে ফেলে ঢাকা। মনে হয়, ২০০ রান হবে। কিন্তু শেষ ১০ ওভারে ৮২ রানের বেশি যোগ করতে পারেনি ঢাকা। সাকিব আল হাসান, সেকুগে প্রসন্ন, রবি বোপারা, মোসাদ্দেক হোসেন সৈকতরা ব্যর্থ হন। দল ১৫৮ রানের বেশি স্কোর গড়তেও পারেনি। ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস এক ম্যাচ খেলেন। তাতেই ঝলক দেখান। এরপর আর তাকে খেলানো হচ্ছে না। এমনকি আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভোকেও একাদশে রাখা হয়নি। তাতে করে বড় স্কোর গড়ার আশা দেখালেও তা পারা যায়নি। তাই হারও হয়। এই ম্যাচটির আগেই সেরা চারে খেলা এবং পয়েন্ট তালিকার সেরা দলটি হওয়া নিশ্চিত করেছিল ঢাকা। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে চিটাগাং ভাইকিংস ও তৃতীয় দল হিসেবে রাজশাহী কিংস সেরা চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল। বাকি ছিল একটি দল। সেটি কোন দল হবে? রংপুর রাইডার্স না খুলনা? ঢাকার বিপক্ষে খুলনা জিতলে খুলনা, আর হারলে রংপুর চতুর্থ দল হিসেবে সেরা চারে খেলার টিকেট নিশ্চিত করবে। এমনই ছিল সমীকরণ। ঢাকা-খুলনা ম্যাচ শেষেই তা নিশ্চিত হয়ে গেছে। টুর্নামেন্টের লীগ পর্বের শেষ দিনে এসে চার দল মিলেছে। চতুর্থ দল হিসেবে সেরা চারে খেলা নিশ্চিত করেছে খুলনা। বিদায় নিয়েছে রংপুর। কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও বরিশাল বুলস আগেই বিদায় নিয়েছে। স্কোর ॥ খুলনা টাইটান্স-ঢাকা ডায়নামাইটস ম্যাচ- টস ॥ খুলনা (ফিল্ডিং)। ঢাকা ইনিংস ১৫৮/৭; ২০ ওভার (মেহেদী ১৬, সাঙ্গাকারা ৫৯, নাসির ১৯, সাকিব ১১, প্রসন্ন ১৪, মোসাদ্দেক ০, বোপারা ৬, আলাউদ্দিন ১*, তানভির ২*; জুনায়েদ ৩/২২)। খুলনা ইনিংস ১৫৯/৪; ১৮ ওভার (ফ্লেচার ৯, হাসান ৪০, মজিদ ২১, মাহমুদুল্লাহ ৫০, হওয়েল ২৬*, পুরান ১*; বোপারা ২/১৭)। ফল ॥ খুলনা টাইটান্স ৬ উইকেটে জয়ী। ম্যাচ সেরা ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (খুলনা টাইটান্স)।
×