ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ইউএনডিপির সাবেক কর্মকর্তার পাজেরো জব্দ

প্রকাশিত: ০৪:২৮, ৩০ নভেম্বর ২০১৬

ইউএনডিপির সাবেক কর্মকর্তার পাজেরো জব্দ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা থেকে ইউএনডিপির সাবেক কর্মকর্তার কোটি টাকার মিতসুবিশি পাজেরো জিপ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, গাড়িটির আনুমানিক মূল্য এক কোটি টাকা। তিনি জানান, মঙ্গলবার সকালে গাড়িটি উত্তরার ৪ নম্বর সেক্টরের আশিকুল হাসিব তারিক নামে এক ব্যক্তির গ্যারেজ থেকে জব্দ করা হয়। গাড়িটি ইউএনডিপির উর্ধতন কর্মকর্তা স্টিফেন প্রিসনার শুল্কমুক্ত সুবিধায় কিনেছিলেন। তবে প্রশাসনের অনুমতি না নিয়ে এবং শুল্ক পরিশোধ না করেই গাড়িটি আরেকজনের কাছে বিক্রি করেন। তিনি জানান, গাড়ির বর্তমান ব্যবহারকারী আশিক ইউএনডিপির প্রাক্তন স্থানীয় কর্মকর্তা ছিলেন। তবে তিনি প্রিভিলেজড পারসনের সুবিধপ্রাপ্ত নন। ড. মঈনুল খান জানান, গাড়িটির নম্বর (এজস-০৫৯) প্লেট হলুদ রঙের। হলুদ রঙের নম্বরপ্লেট শুধু প্রিভিলেজড পারসন ও কূটনীতিকরাই ব্যবহার করতে পারেন। তিনি জানান, ইউএনডিপি কর্মকর্তা শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার করে শুল্ক আইন ভঙ্গ করেছেন। বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাংলাদেশ বিমান বাহিনীর ৪৪তম বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার মৌলভীবাজারের শমশেরনগরের রিক্রুটস ট্রেনিং স্কুল (আরটিএস) অনুষ্ঠিত হয়েছে। বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার, প্রধান অতিথি থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। এ কুচকাওয়াজের মধ্য দিয়ে মোট ৬৫২ রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। তাদের মধ্যে এসি-২ মোঃ এনায়েত উল্লাহ এবং এসি-২ আজহারুল ইসলাম যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিংয়ে সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ মোঃ এনায়েত উল্লাহ, সার্বিক বিষয়ে নৈপুণ্যের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন। -আইএসপিআর ভাষাসৈনিক আনোয়ারা খাতুনের মৃত্যুবার্ষিকী আজ আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ভাষাসৈনিক ও এ দেশে মুসলিম নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী আনোয়ারা খাতুনের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নবেম্বর বুধবার। তিনি তদানীন্তন বেঙ্গল লেজিসলেটিভ এ্যাসেমব্লির সদস্য ছিলেন। আনোয়ারা খাতুন বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বলিষ্ঠ ভূমিকা রাখেন। এ ছাড়া তিনি জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরাম ও অধিবেশনে তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। -বিজ্ঞপ্তি
×