ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পদ্মা ফের স্বমূর্তিতে ॥ ভাঙছে বাঁধ

প্রকাশিত: ০৪:৩১, ১২ নভেম্বর ২০১৬

পদ্মা ফের স্বমূর্তিতে ॥ ভাঙছে বাঁধ

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ রাক্ষুসি পদ্মা আলাতুলি গিলে খাবার প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যেই আলাতুলির ২৭৮ কোটি টাকার বাঁধ ভাঙ্গনের মুখে পড়েছে। পানি কমছে আর পাড় ভাঙ্গছে। সদর উপজেলার আলাতুলি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড বাঁধ দিয়ে রক্ষা করতে চেয়েছে এবং রাজশাহীর গোদাগাড়ীসহ চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়ক। কিন্তু পদ্মা বাঁধ সেধেছে। দ্রুত ভেঙ্গে যাচ্ছে নদীর পাড়। গ্রাস করতে চাচ্ছে ৩৫৭০ মিটার তীরবর্তী বাঁধ। এ নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে এবং দিন কাটাচ্ছে উদ্বেগের সঙ্গে কয়েক হাজার পরিবার। নতুন শতাব্দী শুরু হবার পর থেকেই গ্রামীণ সড়ক, হাটবাজার, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র, গ্রামের পর গ্রামসহ একাধিক সরকারী অবকাঠামো নদী গর্ভে চলে যাবার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাঁপাইনবাবগঞ্জ সফরে স্থানীয়রা দাবি তোলে এলাকা রক্ষার। প্রধানমন্ত্রী দাবি উপেক্ষা না করে স্থানীয় কলেজ মাঠের বিশাল জনসভায় প্রতিশ্রুতি দেন এলাকাটি সংরক্ষণের। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত প্রকল্পটি দ্রুত একনেকে নিয়ে টাকা বরাদ্দের মাধ্যমে কাজ শুরু করে, তা প্রায় সম্পন্ন হবার পথে। প্রকল্প বাস্তবায়নে উল্লাসিত ও আনন্দিত স্থানীয়রা। কিন্তু এবার বছর জুড়ে ভারি বৃষ্টিপাত ও পদ্মার উত্তাল তরঙ্গ সেই স্বপ্ন ও আনন্দকে গ্রাস করতে উদ্ধত হয়েছে। ইতোমধ্যে পদ্মার ভাঙ্গন ঠেকাতে আলাতুলি রক্ষা প্রকল্পের ৬.২২ কিলোমিটার সংরক্ষণ বাঁধ নির্মাণের কাজ শেষ হয়েছে। জুন মাসে এই প্রকল্পের মেয়াদ শেষ হবে। এরই মধ্যে গ্রুপ দুই-এ, বি, তিন-এ, তিন-বি, চার-এ ও বি এর কাজ শেষ হলেও পদ্মার উত্তালে পাড় ভাঙ্গা বন্ধ হয়নি। পুরো বাঁধ হুমকির মুখে পড়েছে। আঘাত হেনেছে রাক্ষুসী পদ্মা।
×