ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওয়ান-ইলেভেনের পর হান্নান শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: মোশাররফ

প্রকাশিত: ০১:৫২, ১ অক্টোবর ২০১৬

ওয়ান-ইলেভেনের পর হান্নান শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন: মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ ওয়ান-ইলেভেনের পর হান্নান শাহ বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার বিকালে নয়া পল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রয়াত নেতা হান্নান শাহর জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। ড. মোশাররফ বলেন, ওয়ান-ইলেভেনের পর বিএনপির মধ্যে কিছু সংস্কারপন্থী দলকে বিভক্ত করার ষড়যন্ত্র করছিল। কিন্তু হান্নান শাহ বিএনপিকে বিভক্ত হতে দেননি। তার মৃত্য্যুতে দলের যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব নয়। তিনি বলেন, হান্নান শাহ জাতীয়তাবাদের স্তম্ভ, শক্তির প্রতীক ও দুর্দিনের কান্ডারি। তাঁর মত সাহসী হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারলেই তার প্রতি যথাযথ সম্মান প্রর্দশন করা হবে। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
×