ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ভাল চাকরির আশায় কিশোরী এখন শেল্টার হোমে

প্রকাশিত: ০৪:১৪, ২০ সেপ্টেম্বর ২০১৬

ভাল চাকরির আশায় কিশোরী এখন শেল্টার হোমে

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ ভাল চাকরি জোটেনি। জুটেছে সেল্টার হোম। ভাল চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কুমিল্লার ১৭ বছরের কিশোরী এনা আক্তারকে যশোরে এনেছিল সৎ বোনের বান্ধবী পারভীন। তার সঙ্গে ট্রেনে করে যশোরে এসেছিল এনা। কিন্তু রেলস্টেশনের প্লাটফর্মে তাকে রেখে ব্যাগ নিয়ে চম্পট দেয় সহযোগী পারভীন। পরে তাকে প্রথমে যশোর কোতোয়ালি থানা এবং থানা থেকে আশ্রয় হয় ঢাকা আহছানিয়া মিশনের সেল্টার হোমে। মানবাধিকার সংগঠন রাইটস যশোরের তথ্য অনুসন্ধান কর্মকর্তা বজলুর রহমান জানিয়েছেন, সোমবার সকালে কোতোয়ালি থানা পুলিশের কাছ থেকে সংবাদ পেয়ে তিনি এনাকে নিজের হেফাজতে নিয়ে ঢাকা আহছানিয়া মিশনের যশোরের ভেকুটিয়া গ্রামের সেল্টার হোমে রেখেছেন। এনা আক্তারের বরাত দিয়ে বজলুর রহমান জানিয়েছেন, এনা কুমিল্লার লাঙ্গলকোর্ট উপজেলার কিনারা গ্রামের মৃত আব্দুল গফুরের মেয়ে। তার মা ফিরোজা বেগমও মারা গেছেন। সৎ বোনের সঙ্গে ঢাকায় থাকে। তার বোন গার্মেন্টেসে চাকরি করেন। পারভীন প্রায়ই এনাদের বাড়িতে এসে ভাল চাকরির প্রলোভন দেখাত। সৎ বোনের সংসার আর নিজের গতি হবে এই আশায় পারভীনের প্রলোভনে পড়ে এনা। তার সঙ্গে রবিবার রাতে ট্রেনে চেপে যশোরে আসে এনা। সকালে প্লাটফর্মে নামার পর পারভীনকে আর দেখতে পায়নি সে। তার ব্যাগও নেই। সে কাঁদতে থাকে। তখন লোকজন এগিয়ে এসে তার কাছ থেকে শুনে পুলিশে সংবাদ দেয়। পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এরপর জিডি হয়। পরে তাকে তিনি ঢাকা আহছানিয়া মিশনের সেল্টারহোমে রেখে আসেন। কারেন্ট জাল জব্দ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ নয়াগাঁও থেকে এক কোটি ৯৭ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে কাদের ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানাটিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্টজাল জব্দ করেন এবং কারখানার মালিকপক্ষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। বজ্রপাতে তুলার দোকান ভস্মীভূত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বজ্রপাতের আগুনে একটি তুলার গুদাম ও মেশিন পুড়ে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টার দিকে নীলফামারীর জলঢাকা পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন তুলা ব্যবসায়ী নেহার হোসেনের তুলার গুদামে। গোডাউনের পাশের ঘরে অবস্থানকারী প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, রাত ১০টার দিকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর রাত ১১টার দিকে প্রচ- গর্জনে বজ্রপাত ঘটলে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত তুলার গোডাউনে ছড়িয়ে যায়। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে জলঢাকা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিস ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
×