ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশন একে আজাদ সভাপতি, রঞ্জন কর্মকার মহাসচিব

প্রকাশিত: ০৫:০১, ২৫ এপ্রিল ২০১৬

ঢাবি এ্যালামনাই এ্যাসোসিয়েশন একে আজাদ সভাপতি, রঞ্জন কর্মকার মহাসচিব

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ এফবিসিসিআইয়ের সাবেক চেয়ারম্যান একে আজাদকে সভাপতি ও রঞ্জন কর্মকারকে মহাসচিব করে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের ৪০ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এ্যালামনাই এ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও বৈশাখী আড্ডা শেষে নতুন এ কমিটির অভিষেক হয়। আজ সোমবার নবনির্বাচিত কমিটির নেতারা দায়িত্ব গ্রহণ করবেন। নবগঠিত এ কমিটি আগামী ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবে। কমিটির অন্যরা হলেনÑ সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ আবু কাওছার, মুনিরা খান বানু, শাইখ সিরাজ, কোষাধ্যক্ষ দেওয়ান রাশিদুল হাসান, যুগ্ম-মহাসচিব আশরাফুল হক মুকুল, সৈয়দ আমিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফজালুর রহমান বাবু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক বাবর আশরাফুল হক খান মোহাম্মদ, শিক্ষা ও লাইব্রেরি সম্পাদক শেখ আবদুস সালাম, প্রচার ও জনসংযোগ সম্পাদক উম্মে বাতুল মাহমুদা খাতুন মিনা, সাংস্কৃতিক সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী, দফতর সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ। এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেনÑ সেলিনা খালেক, এসএম বাহালুল মজনুন চুন্নু, রেফাকাত হোসেন চৌধুরী ফাহিম, শামসুজ্জামান দুদু, মোহাম্মদ নূর আলী, আলহাজ মুহাম্মদ আজিজুর রহমান, বেনজির আহম্মেদ, আনোয়ার-উল-আলম চৌধুরী, মোঃ আফজাল হোসেন, সুভাষ চন্দ্র সিংহ রায়, মোহাম্মদ ফরিদ উদ্দিন মোল্লা, ডাঃ প্রভাত চন্দ্র বিশ্বাস, মোঃ নাসির উদ্দিন মাহমুদ, সালমা জাহান, ডাঃ মোঃ আবদুল কাইয়ুম লস্কর, কাজী মোয়াজ্জেম হোসেন, আবদুল জলিল চৌধুরী, খাজা নারগিস হোসাইন, ডাঃ মোঃ শাহাজান, শিউলী আফসার, ড. তাপস চন্দ্র পাল, গাজী মুনিবুর রহমান বাচ্চু, শেখ সালাউদ্দিন আহম্মেদ, সৈয়দা মমতাজ শিরীন, মোঃ শরিফুর রহমান ও মুন্সী শামছুদ্দিন আহম্মেদ।
×