ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ছয় মাসের মধ্যে ৫ শতাধিক স্থানে ওয়াইফাই হটস্পট বসাবে রবি

প্রকাশিত: ০৬:৩০, ২১ এপ্রিল ২০১৬

ছয় মাসের মধ্যে ৫ শতাধিক স্থানে ওয়াইফাই হটস্পট বসাবে রবি

ওয়াইফাই হটস্পটের মাধ্যমে দেশজুড়ে ইন্টারনেট সেবা পৌঁছে দিতে বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে রবি আজিয়াটা লিমিটেড। প্রকল্পটির আওতায় আগামী ছয় মাসে ৫০০টি শীর্ষস্থানীয় রেস্তরাঁ, ক্যাফে ও রিটেইল আউটলেট, ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি পাবলিক প্লেস (বিমানবন্দর ও রেল স্টেশন) এবং ৩৫০টি বাস, ট্যাক্সি ও ট্রেনে উচ্চগতির ওয়াইফাই সেবা প্রদান করবে রবি। যেসব গ্রাহক কমপক্ষে ১ জিবি’র মোবাইল ইন্টারনেট প্যাক কিনেছেন তারা এই ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। বাস, ট্যাক্সি ও ট্রেনে ওয়াইফাই ব্যবহার উপযোগী মোবাইল ফোন থাকলে যে কেউ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে ওয়াইফাই’র জন্য বিভিন্ন ডাটা বান্ডেল অফার প্রদান করবে রবি। ওয়াইফাই হটস্পট স্থাপন ও রক্ষণাবেক্ষণ, এ্যাকসেসটেল, কিউবি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে আজিয়াটার বাংলাদেশী এই অপারেটর। বাস ও ট্রেনে ওয়াইফাই স্থাপনের জন্য চুক্তি হয়েছে কোলেসের সঙ্গে। মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে রবি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি। রবি’র ম্যানেজিং ডিরেক্টর এ্যান্ড সিইও সুপুন বীরাসিংহে এবং চীফ কর্পোরেট ও পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদসহ কোম্পানির অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ওয়াইফাই হটস্পট স্থাপনের জন্য সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। -বিজ্ঞপ্তি দুদকের মামলায় ৮ আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার ॥ বিভিন্ন দুর্নীতির মামলায় ঢাকা ওয়াসার প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ আট আসামিকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিচারিক আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকা ওয়াসার প্রাক্তন তত্ত্বাবধায়ক প্রকৌশলী আর জে এম রবিউল কাউসার, সিজিএ সমবায় ঋণদান সমিতি লিমিটেডের প্রাক্তন সভাপতি ও অডিটর মোঃ রফিকুল ইসলাম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রাক্তন অফিস সহকারী মোঃ দেলওয়ার হোসেন শাহীন, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের প্রাক্তন হিসাবরক্ষক রাজু আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুত সমিতির হিসাবরক্ষক আল মাহমুদ, গ্রামীণ ব্যাংকের প্রাক্তন ব্যবস্থাপক মোঃ বাবুল আক্তার, টাঙ্গাইলের নুরুল আমিন এবং দিনাজপুরের মোঃ আশরাফুল রেজভী।
×