ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হিন্দু বিবাহ নিবন্ধন আইন বাধ্যতামূলক করার দাবি

প্রকাশিত: ০৭:৩৭, ১১ এপ্রিল ২০১৬

হিন্দু বিবাহ নিবন্ধন  আইন বাধ্যতামূলক  করার দাবি

বাংলাদেশ কেন্দ্রীয় হিন্দু বিবাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ‘হিন্দু বিবাহ নিবন্ধন আইন ২০১৩’ বাধ্যতামূলক করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন। এ্যাডভোকেট তাপস কুমার পাল বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে সমিতির নেতৃবৃন্দ এই দাবি জানান। শনিবার দুপুরে রাজধানীর স্বামীবাগে শ্রী শ্রী বাবা লোকনাথ আশ্রমের ৩য় তলায় নবনির্বাচিত সাধারণ সম্পাদককে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন সমিতির নেতৃবৃন্দ। পরে সমিতির পক্ষ থেকে তাকে ক্রেস্ট উপহার দেয়া হয়। সমিতির সহ-সভাপতি রমাকান্ত রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ননী মাধব বিশ্বাস, চন্দন কুমার নাগ, জীবন কুমার অধিকারী, প্রাণকৃঞ্চ দত্ত, কমল কুমার মজুমদার, অতুল কুমার নন্দী, অসিত কিশোর রায়, সুনীল চন্দ্র রায়, কাঞ্চন কুমার সরকার ও অনিতা সরকার প্রমুখ। Ñবিজ্ঞপ্তি
×