ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পেট থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশিত: ০৮:২৮, ৫ মার্চ ২০১৬

পেট থেকে ৫ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ফকিরাপুল এলাকায় দুই ব্যক্তির পেটের ভেতরে থাকা পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার রাতে এ ঘটনায় মতিঝিল থানায় মাদক দ্রব্য অধিদফতর মামলা দায়ের করেছে। পুলিশ বলেছে, শুক্রবার বিকেলে রফিকুল ইসলাম (২৬) ও আমিনুল ইসলাম (৩০) নামের দুই ব্যক্তির পেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এই ঘটনায় দু’জনকে আসামি করে মামলা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাতে জনকণ্ঠকে মামলার বিষয়টি নিশ্চিত করেন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (উত্তর) সহকারী পরিচালক মঞ্জুরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহজনকভাবে রফিকুলকে আটক করা হয়। প্রথমে রফিকুল তার কাছে ইয়াবা থাকার কথা অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পেটের ভেতর ইয়াবা রাখার কথা স্বীকার করেন। এরপর তাকে ওষুধ ও স্যালাইন খাইয়ে প্রকৃতির ডাকে সাড়া দেয়ার ব্যবস্থা করা হয়। এতে তার পেট থেকে ৪০টি পাতলা প্লাস্টিকের প্যাকেট পাওয়া যায়। প্রতি প্যাকেটে ৫০টি ইয়াবা ছিল। তিনি জানান, রফিকুলকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে আমিনুল নামে অপর একজন ইয়াবা নিয়ে টেকনাফ থেকে ঢাকায় এসেছে বলে জানান। রফিকুলের মাধ্যমে আমিনুলকে ফকিরাপুল এলাকায় ডেকে আনা হলে তার কাছ থেকেও একইভাবে ৬০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়। দু’জনের কাছ থেকে মোট পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। আটক রফিকুলের বাড়ি টেকনাফে আর আমিনুলের বাড়ি সিরাজগঞ্জে।
×