ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

খালেদা ও তারেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত

প্রকাশিত: ০৫:২৭, ৫ মার্চ ২০১৬

খালেদা ও তারেক  বিনা প্রতিদ্বন্দ্বিতায়  বিএনপির  চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান  নির্বাচিত

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কাউন্সিলের আগেই খালেদা জিয়া ও তারেক রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন! শুক্রবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে এ দুটি পদে আর কেউ মনোনয়নপত্র জমা না দেয়ায় তারা দু’জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালের ৮ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিএনপির জাতীয় কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খালেদা জিয়া চেয়ারপার্সন ও তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। এবার ১৯ ডিসেম্বর বিএনপির জাতীয় কাউন্সিলকে সামনে রেখে আগেই দলের গঠনতন্ত্র সংশোধন করে সিনিয়র ভাইস চেয়ারম্যান পদ সৃষ্টি করা হয় এবং চেয়ারপার্সনের সঙ্গে ভাইস চেয়ারপার্সনের পদ সৃষ্টি করা হয়। আর এ দুটি পদে নির্বাচনের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারকে চেয়ারম্যান করে একটি নির্বাচন কমিশন গঠন করা হয়। এ কমিশন ২৯ ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুসারে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে ২ মার্চ মনোনয়নপত্র বিতরণ করা হয় এবং ৪ মার্চ মনোনয়নপত্র জমা দিতে বলা হয়। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনের জন্য খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তারেক রহমানের পক্ষে সংগ্রহ করা মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্মমহাসচিব রহুল কবির রিজভী আহমেদ এবং তারেক রহমানের পক্ষে তার নির্বাচনী এজেন্ট দলের যুগ্মমহাসচিব মোঃ শাহজাহান। মনোনয়নপত্র দুটি গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রিটার্নিং অফিসার নজরুল ইসলাম খান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী রিটার্নিং অফিসার ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল মান্নান এবং দলীয় নির্বাচন কমিশনের সদস্য এ্যাডভোকেট হারুন-আল রশিদ। খালেদা জিয়ার মনোনয়নপত্রে প্রস্তাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আর সমর্থনকারী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মেজর জেনারেল (অব) রুহুল আলম চৌধুরী। আর তারেক রহমানের মনোনয়নপত্রে প্রস্তাবক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর সমর্থনকারী দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
×