ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন রংপুরের গৃহবধূ

প্রকাশিত: ০৪:০৯, ১ মার্চ ২০১৬

অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন  রংপুরের  গৃহবধূ

মানিক সরকার মানিক, রংপুর ॥ যৌতুকের দাবিতে স্বামী ও শাশুড়ির দেয়া আগুনে পুড়ে হাসপাতালের বিছানায় চার দিন কাতরানোর পর অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো পীরগাছার গৃহবধূ তাহমিনাকে। কিন্তু মরেও শান্তি পেল না সে। হাসপাতালের ডেথ হাউসের বাইরে রাতভর পড়ে থাকলেও জায়গা হয়নি হিমঘরে। পরে মিডিয়াকর্মী ও পুলিশের চাপে সোমবার বেলা সাড়ে ১১টায় জায়গা হয় মর্গে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এ সম্পর্কে কিছুই জানে না তারা। জানা গেছে, গত বৃহস্পতিবার মধ্যরাতে ফেরিওয়ালা স্বামী আব্দুল মান্নান, শাশুড়ি আলেমা আর ননদ ফরিদার আগুন সন্ত্রাসের শিকার হয় উপজেলার দাদন গ্রামের দরিদ্র গৃহবধূ তাহমিনা। পুরো শরীরে প্রায় ৪০ ভাগ দগদগে ক্ষতসহ এলাকাবাসী তাকে নিয়ে আসে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। রবিবার তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে বদলি করেন ঢাকায়। আর যাওয়ার পথে মিঠাপুকুর এলাকায় মৃত্যু হয় তার। পরে রাতেই স্বজনরা তাকে নিয়ে ফিরে আসেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেথ হাউসে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ সময় লাশ গ্রহণে অপারগতা প্রকাশ করায় সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডেথ হাউসের সামনেই পড়ে থাকে লাশ। তাহমিনার ছোট ভাই গোলাম মোস্তফা জানান, রাতে কর্তব্যরত সর্দারদের বারবার বলার পরও তারা লাশ ডেথ হাউসে নেয়নি। পরে লাশ নিয়ে যাওয়া হয় মর্গে। বিকেলে ময়নাতদন্ত শেষে লাশ ফেরত দেয়া হয় স্বজনদের।
×