ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশিত: ০৫:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৬ ফেব্রুয়ারি ॥ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতœাই সীমান্ত থেকে সফিকুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার ভোরে কাজের উদ্দেশ্যে সফিকুল জেলার বালিয়াডাঙ্গী উপজেলার সোনামতি সীমান্তের ৩৮২/২ এস পিলারের মাঝামাঝি এলাকায় পৌঁছালে ভারতের ১৪, সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। সফিকুল বালিয়াডাঙ্গী উপজেলার বারশাত গ্রামের শরিফত উদ্দীনের ছেলে। ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সাদেকুলকে ফেরত চেয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে শীঘ্রই আটক বাংলাদেশীকে ফেরত আনার চেষ্টা চলছে।
×