ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বিচারালয়ের সংকট নিরসনে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি বিএনপির

প্রকাশিত: ০১:২৯, ১০ ফেব্রুয়ারি ২০১৬

বিচারালয়ের সংকট নিরসনে সুপ্রীম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি বিএনপির

স্টাফ রিপোর্টার ॥ বিচারালয়ের অভ্যন্তরে সৃষ্ট সংকট নিরসনে রাষ্ট্রপতির চিন্তাভাবনা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন । তিনি বলেন, এ সময়টাতে রাষ্ট্রপতির কী দায়িত্ব এবং কীভাবে আমরা এ সংকটকে দূরীভূত করা যায় তা দেখতে হবে। বিষয়গুলো সুরাহা করতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, আমি ৫ তারিখের নির্বাচনের কথা বাদ দিলাম, যদি শাসনতান্ত্রিক প্রক্রিয়ায় এটাকে বিচার করি, তাহলে এ সময়টাতে একটা শূন্যতা সৃষ্টি হলো কি না, আজকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা বসে দেখা প্রয়োজন।
×