ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজার, সীতাকুণ্ড, সাভার, ঝালকাঠি, সাতক্ষীরা

চার শ্রমিক ও ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৬:১৭, ৯ নভেম্বর ২০১৫

চার শ্রমিক ও ছাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় কক্সবাজারে তিন শ্রমিক, সীতাকু-ে স্কুলছাত্রী, সাভারে পোশাক শ্রমিক, ঝালকাঠিতে মাদ্রাসা ছাত্র ও সাতক্ষীরায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানো খবর : কক্সবাজার ॥ জেলা সদরের ইসলামপুর নাপিতখালী নতুন অফিস এলাকায় বাস চাপায় ভ্যান চালকসহ তিন শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। কাঠ বোঝাই ট্রলি নিয়ে মধ্যম নাপিতখালীর সাইফুল ইসলাম, ট্রলি চালক নুরুল ইসলাম ও জসিম উদ্দিন নাপিতখালীর দিকে যাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে দ্রুত গতিতে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস ট্রলিটিকে চাপা দিলে ঘটনাস্থলে সাইফুল মারা যায়। অপর দুইজনকে উদ্ধার করে চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট মেমোরিয়াল খ্রীস্টান হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নুরুল ইসলাম ও জসিম উদ্দিন। সীতাকু- (চট্টগ্রাম) ॥ ফের সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান সুমাইয়া (৭) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। একই ঘটনায় ফাহিমা আক্তার লিমা ও জান্নাতুল ফেরদৌস মাহিমা নামে আরও দু’ছাত্রী আহত হয়েছে। তবে ফাহিমা আক্তার লিমার অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকাল ৯টায় উপজেলার বারৈয়াঢালা টেরিয়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া টেরিয়াইল সরকারী প্রা.বি.প্রথম শ্রেণীর ছাত্রী ও দক্ষিণ ফেদাইনগর এলাকার হাসান মিয়াজির কন্যা। সাভার ॥ মাইক্রোবাস চাপায় রবিউজ্জামান নামের পোশাক শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়াতেপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি লালমনিরহাটে বলে জানা গেছে। ঝালকাঠি ॥ সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের নথুল্লাবাদ স্কুল সংলগ্ন সড়কে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র গোলাম রাব্বি শুভ (১৪) নিহত হয়েছে। রবিবার বেলা ১টায় অটো রিক্সার পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে আনার পথে মারা যায়। গোলাম রাব্বি শুভ নৈয়ারী গ্রামের সুমন হাওলাদারের ছেলে। সাতক্ষীরা ॥ জেলার কলারোয়ায় ট্রাক্টর চাপা পড়ে এক চালক নিহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দিয়াড়া নতুন বাজার সংলগ্ন সহিদুল ইসলামের বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম নিখিলেশ রায় (৩৫)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের মৃত অজিত রায়ের ছেলে।
×