ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

তাভেল্লার মরদেহ হস্তান্তর, ইতালি যাচ্ছে রাতে

প্রকাশিত: ১৯:২২, ১৪ অক্টোবর ২০১৫

তাভেল্লার মরদেহ হস্তান্তর, ইতালি যাচ্ছে রাতে

স্টাফ রির্পোটার ॥ রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে নিহত ইতালীয় নাগরিক চেজারে তাভেল্লার মরদেহ দেশটির দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ রাতেই তার মরদেহ নিয়ে ইতালির পথে রওনা হওয়ার কথা রয়েছে দূতাবাসের কর্মকর্তাদের। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, বুধবার ঢাকার ইতালীয় দূতাবাসের কর্মকর্তারা হাসপাতালে গেলে মরদেহ তাদের বুঝিয়ে দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিহাদ হোসেন বলেন, “ইতালির কনস্যুলার অ্যাটাশে ডেনিল পাওলো নোটারো এবং গিওভানি চিয়ানি মরদেহ বুঝে নিয়েছেন।” তাভেল্লার মরদেহ ইতালিতে নিতে দূতাবাসের পক্ষ থেকে ‘হোমবাউন্ড সিকিউরিটি’ নামের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মুনতাসিরুল ইসলাম। “ময়না তদন্ত প্রতিবেদন, মৃত্যুসনদ নেওয়াসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তারা হোমবাউন্ডের সঙ্গে যোগাযোগ করেছেন। তাভেল্লার মরদহে নিয়ে তারা রাত সাড়ে ৯টার দিকে ইতালি রওনা হবেন।” চেজারে তাভেল্লা আইসিসিও কো-অপারেশন নামে একটি সংস্থার প্রুফ (প্রফিটেবল অপরচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি) কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। গত ২৮ সেপ্টেম্বর গুলশানের কূটনৈতিক পাড়ায় তাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
×