ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ

প্রকাশিত: ০২:২৬, ১০ অক্টোবর ২০১৫

জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার ॥ ‘সাইফ পাওয়ারটেক জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ’-এর খেলা আগামী বুধবার বেলা ৩টা থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। ২১০০ এর ওপর রেটিংপ্রাপ্ত সব দাবাড়–, ঢাকা মহাগরের বাছাইকৃত ১৬ জন, বিভিন্ন জেলার জেলা চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বাছাইকৃত দাবাড়ু, সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থা, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহের দাবা চ্যাম্পিয়ন, জাতীয় সাব-জুনিয়র, জাতীয় জুনিয়র ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ন জাতীয় ‘বি’ দাবায় অংশ নিতে পারবেন। এই প্রতিযোগিতা ১১ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৯ দাবাড়– জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের সুযোগ পাবেন। দেশের পাঁচ গ্র্যান্ডমাস্টার জাতীয় চ্যাম্পিয়ন জিয়াউর রহমান, নিয়াজ মোরশেদ, আব্দুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও রিফাত বিন সাত্তারকে সরাসরি জাতীয় ‘এ’ দাবায় অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হবে। জাতীয় ‘বি’ দাবায় অংশগ্রহণকারী দাবাড়–দের আগামী ১৩ অক্টোবর রাত ৮টার মধ্যে নির্ধারিত এন্ট্রি, রেজিস্ট্রেশন ফিসহ বাংলাদেশ দাবা ফেডারেশন অফিসে নাম জমা দিতে হবে। জেলা, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের স্ব-স্ব প্রতিষ্ঠানে পত্র ও বাছাই প্রতিযোগিতা ফলাফল ও রেজিস্ট্রেশন ফরমসহ একই সময়ে মধ্যে নাম জমা দিতে হবে।
×