ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আরামদায়ক পোশাকে শিশুর উৎসব

প্রকাশিত: ২৩:০০, ১৭ মার্চ ২০২৪

আরামদায়ক পোশাকে শিশুর উৎসব

.

ঈদ উৎসব নিয়ে শিশুদের মধ্যে উচ্ছ্বাস থাকে বরাবরই বেশি। আর উৎসবের কেন্দ্রে থাকে পোশাক কেনার আয়োজন। কে কতগুলো পোশাক কিনল নিয়ে বন্ধুদের মধ্যেও চলে নানা আলোচনা। ঈদে শিশুদের আনন্দ ছুঁয়ে যায় বড়দেরও।

শিশুদের ঘিরেই যেন ঈদ আনন্দ। তাই ঈদ উৎসবে প্রথমেই ভাবতে হয় বাড়ির ছোট্ট সোনামণিটির পোশাকের কথা এবং তা হতে হবে স্পেশাল। প্রতিবছর ঈদে শিশুদের কথা মাথায় রেখে ডিজাইনাররা তৈরি করেন নান্দনিক পোশাক। শুরু হয়েছে  চৈত্রের খরতাপ। তাই উৎসবের দিনগুলোতে তপ্ত আবহাওয়ায়  আরাম স্বস্তিদায়ক হবে সুতি কাপড়ের পোশাক। এবারের ঈদ উৎসবে মেয়ে শিশুদের জন্য থাকছে সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজ্জো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবি, শর্টস্লিভ শার্ট এবং ফতুয়া। এছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সঙ্গে মিলিয়ে পরার জন্য রয়েছে সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ছেলের জন্য রয়েছে ম্যাচিং পাঞ্জাবি, শার্ট ফতুয়া। কাপড় মানভেদে দামে রয়েছে পার্থক্য। তবে শিশুদের জন্য ৩০০ থেকে হাজার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন পছন্দনীয় পোশাকটি।

-ফ্যাশন প্রতিবেদক

মডেল- দিশা মনি, নোহা ইসলাম, শারিকা মাহি। পোশাক- কে ক্র্যাফট। স্টাইল- বিডি মিজু। ছবি- নয়ন আহমেদ

×