ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাশিয়ায় কয়লা খনিতে দুর্ঘটনা ॥ নিহতের সংখ্যা বেড়ে ৫২

প্রকাশিত: ১৭:১৩, ২৬ নভেম্বর ২০২১

রাশিয়ায় কয়লা খনিতে দুর্ঘটনা ॥ নিহতের সংখ্যা বেড়ে ৫২

অনলাইন ডেস্ক ॥ রাশিয়ার সাইবেরিয়ায় গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫২ তে পৌঁছেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। গত বৃহস্পতিবার লিজতিজনায়া খনির বায়ুচলাচল খাদের কয়লা গুঁড়োতে আগুন ধরে গেলে দুর্ঘটনার সূত্রপাত হয়; আগুনের কারণে খনিটির ভেতর ধোঁয়ায় ভরে যায়। রাজধানী মস্কো থেকে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পূর্বে কেমোরোভা অঞ্চলে অবস্থিত কয়লা খনিটিতে কর্মরত ২৮৫ জনের অধিকাংশই স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ধোঁয়া ছড়িয়ে পড়লে খনির বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। এদের ৪৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়; তাদের মধ্যে কয়েকজন ধোঁয়ার বিষক্রিয়ায় ভুগছেন এবং ৪ জনের অবস্থা গুরুতর বলে কর্তৃপক্ষ সেসময় জানিয়েছিল। উদ্ধারকর্মীদের একটি দলও খনির বাইরে বেরিয়ে আসতে পারেনি। বৃহস্পতিবার রাতে নাম না জানানো একাধিক কর্মকর্তা রুশ সংবাদ সংস্থাগুলোকে বলেন, জীবিত কাউকে পাওয়ার আশা আর নেই এবং দুর্ঘটনায় মৃত্যু ৫০ ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্যে ছয় উদ্ধারকর্মী আছে বলেও জানান তারা। খনিটির পরিচালকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লিজতিজনায়া খনিতে এর আগেও ২০০৪ সালে মিথেন গ্যাস বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
×