ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

ক্রাইস্টচার্চ হামলা থেকে উৎসাহ পান টেক্সাসে হামলাকারী!

প্রকাশিত: ১১:৩৬, ৬ আগস্ট ২০১৯

ক্রাইস্টচার্চ হামলা থেকে উৎসাহ পান টেক্সাসে হামলাকারী!

যুক্তরাষ্ট্রের টেক্সাসে হামলাকারী নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলার ঘটনা থেকে উৎসাহ পান বলে জানা গেছে। ওয়ালমার্টে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাযজ্ঞ শুরুর মাত্র কয়েক মিনিট আগে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনাকে প্রশংসা করে অনলাইনে একটি নথি দেখা গেছে। শনিবার ওয়ালমার্টে হত্যাকা-ে অভিযুক্ত প্যাট্রিক ক্রুসিয়াস (২১) টেক্সাসের এ্যালেনের বাসিন্দা বলে শনাক্ত করা হয়। নির্বিচারে গুলি চালিয়ে এখানে ২০ জনকে হত্যা এবং আরও ২৬ জনকে জখম করা হয়েছে। অনলাইনের ওই নথির শুরুটা ছিল ‘সাধারণভাবে, আমি ক্রাইস্টচার্চে গুলিবর্ষণকারী এবং তার ইশতেহারকে সমর্থন করি। টেক্সাসে হিস্প্যানিক উপদ্রবের জবাব হচ্ছে এই হামলা।’ ওই নথিতে মার্কিন বর্ণবাদের আহ্বান জানানো হয়েছে এবং হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে যে, বিদেশীদের কারণে শ্বেতাঙ্গ মার্কিনীরা চাকরি ও গণতন্ত্র হারাবে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করা হয়েছে এবং যুক্তি দেখানো হয়েছে, ইউরোপীয় দেশপ্রেমিকদের অস্ত্রের অধিকার নেই, তাদের অভিবাসী প্রতিরোধ করা উচিত। ওই নথিটি ‘এইটচ্যান’ ওয়েবসাইটে পোস্ট করা হয়েছে। এফবিআই নিশ্চিত করেছে যে, এই বাকসর্বস্ব বক্তৃতা ও ক্রুসিয়াসের সম্পৃক্ততার বিষয়টি তদন্ত করছে তারা। -ওয়েবসাইট
×