ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি জুমা

প্রকাশিত: ০৩:৪৩, ১৮ মার্চ ২০১৮

দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি জুমা

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা এবার দুর্নীতি মামলায় বিচারের মুখোমুখি। তার বিরুদ্ধে কয়েক শ’ কোটি ডলারের অস্ত্রচুক্তির সঙ্গে যুক্ত ১৬টি অভিযোগ আনা হয়েছে। মামলাটি ১৯৯০ সালের শেষের দিকে প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের জন্য ৩০ হাজার র‌্যান্ড (দুই শ’ ৫০ কোটি মার্কিন ডলার, এক শ’ ৭০ কোটি পাউন্ড) তছরুফের অভিযোগে করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জ্যাকব জুমা। যার মধ্যে হিসাব তছরুফ, অবৈধ চক্র গড়ে তোলা ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। খবর নিউইয়র্ক টাইমসের। গতমাসে ৭৫ বছর বয়সী জুমাকে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করে তার দল ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি)। দফতর ছাড়ার আগে তাকে পার্লামেন্টে নবম অনাস্থা ভোটের মুখোমুখি হতে হয়। প্রধান সরকারী কৌঁসুলী শন আব্রাহম জানান, তিনি বিশ্বাস করেন এই মামলার ক্ষেত্রে অভিযোগ প্রমাণের একটি যৌক্তিক সম্ভাবনা রয়েছে। জুমা ছাড়াও ফরাসী অস্ত্র সরবরাহকারী থিয়ালসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তবে থিয়ালস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। জুমার বিরুদ্ধে অভিযোগ হলো থিয়ালসের কাছ থেকে তিনি ঘুষ নিয়েছেন। ২০০৫ সালে জুমার আর্থিক উপদেষ্টাদের ঘুষ নেয়ার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
×