ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

হংকংয়ে আবারও ২য় বিশ্বযুদ্ধ সময়ের বোমা

প্রকাশিত: ০৩:৫৯, ৩ ফেব্রুয়ারি ২০১৮

হংকংয়ে আবারও ২য়  বিশ্বযুদ্ধ সময়ের  বোমা

এক সপ্তাহের কম সময়ে চীনের বাণিজ্যিক নগরী হংকংয়ে পাওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের অবিস্ফোরিত দ্বিতীয় বোমাটি নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর দখলে থাকা হংকং পোতাশ্রয় লক্ষ করে মিত্রবাহিনী এ ধরনের অসংখ্য বোমা ফেলেছিল। -খবর বিবিসি ওয়ান চাই জেলার একটি নির্মাণক্ষেত্রে বুধবার সর্বশেষ বোমাটি পাওয়া যায়। ২৪ ঘণ্টার চেষ্টার পর বৃহস্পতিবার সকালে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ‘এএনএম সিক্সটি ফাইভ’ নামের অবিস্ফোরিত বোমাটিকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয়। বোমাটি নিষ্ক্রিয় করার সময় সতর্কতা হিসেবে বাণিজ্যিক এলাকাটির আশপাশ থেকে প্রায় চার হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছিল। সংশ্লিষ্ট বিভিন্ন সড়কে যান চলাচলও বন্ধ করে দেয়া হয়। ভিক্টোরিয়া হারবারের ফেরি চলাচলও বন্ধ ছিল।
×