ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন বিমান হামলার তদন্ত দাবি রাশিয়ার

প্রকাশিত: ০৩:৫৮, ১২ নভেম্বর ২০১৭

আফগানিস্তানে মার্কিন বিমান হামলার তদন্ত দাবি রাশিয়ার

আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে সে বিষয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আফগান সরকারসহ মানবাধিকারের সমর্থক আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি এই আহ্বান জানিয়েছে। ইয়াহু নিউজ। একই সঙ্গে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় যুক্তরাষ্ট্রের অব্যাহত বিমান হামলা অবিলম্বে বন্ধ করারও আহ্বান জানিয়েছে রাশিয়া। গত ৩ নবেম্বর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহারদাররা শহরে মার্কিন বিমান হামলায় অন্তত ৫৫ বেসামরিক নাগরিক নিহত এবং আরও বহু লোক আহত হয়। এর আগে ২০১৫ সালের নবেম্বর মাসে কুন্দুজ শহরের একটি হাসপাতালে ভয়াবহ বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। বিদেশী চিকিৎসকদের পরিচালিত হাসপাতালটিতে চালানো ওই হামলায় ৪২ জন রোগী ও চিকিৎসক নিহত এবং শতাধিক রোগী আহত হয়েছিলেন।
×