ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

থাইল্যান্ডে প্রভাবশালী হয়ে উঠতে পারেন প্রায়ুথ

প্রকাশিত: ০৫:৪৯, ২১ অক্টোবর ২০১৬

থাইল্যান্ডে প্রভাবশালী হয়ে উঠতে পারেন প্রায়ুথ

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী দু’বছর আগে যখন অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছিলেন তখন দেশের ক্ষমতাসীন জান্তার সদস্যরা বলেছিলেন যে, তার পরিকল্পনাগুলোর একটি হচ্ছে রাজা ভূমিবলের স্বাস্থ্যের অবনতি ঘটছে বলে সিংহাসনে একজন স্থায়ী উত্তরসূরি মনোনয়ন নিশ্চিত করা। বর্তমানে প্রায়ুথ চান- ওচার খ্যাতি বাড়ছে বলে মনে হচ্ছে। কারণ একজন নতুন রাজা বা রানী মনোনীত হওয়ার আগ পর্যন্ত সম্ভাব্য দীর্ঘ মধ্যবর্তী সময়টিতে তিনি দৃঢ়তার সঙ্গেই শাসন অব্যাহত রাখবেন বলে সম্ভাবনা রয়েছে। খবর ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল অনলাইনের। রাজার উত্তরসূরি যুবরাজ মাহা বাজিবালোংকর্ন রাজা ঘোষিত হওয়ার আগে দেশের অন্যান্য অংশের সঙ্গে শোক প্রকাশের জন্য সময় চেয়েছেন। কোন কোন বিশ্লেষক বলেছেন। শোক প্রকাশের বর্ধিত সময় আগামী বছরগুলোতে থাইল্যান্ডের অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবে জেনারেল প্রায়ুথকে প্রতিষ্ঠা প্রদানে প্রভাব রাখতে পারে। থাইল্যান্ডের উত্তরাঞ্চলে চিয়াং মাই বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ-পূর্ব এশীয়বিষয়ক ইনস্টিটিউটের গবেষণা পরিচালক পল চেম্বার্স বলেছেন, বিষয়টা জেনারেল প্রায়ুথের জন্য রাজতন্ত্রপন্থী রাজনৈতিক পুঁজি অর্জনে আইনে সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে যা তার প্রশাসন চালানোর সাহায্য করবে। তিনি নতুন রাজাকে রক্ষা করে এবং রাজতন্ত্র সুরক্ষার মধ্য দিয়ে থাইল্যান্ডে দীর্ঘ সময়ের শক্তিশালী সামরিক ব্যক্তি হিসেবে উদীয়মান হতে পারেন। ৬২ বছর বয়স্ক এ সাবেক সেনাপ্রধান একজন জটিল ব্যক্তিত্ব। অভ্যুত্থানের ব্যাপারে দেশটিতে ব্যাপক সংশয় থাকা সত্ত্বেও তিনি থাইদের মধ্যে তার স্পষ্টভাষিতার জন্য জনপ্রিয়। ২০১৪-এর মে’তে সংঘটিত অভ্যুত্থানে নির্বাচিত নেতা ইংলাক সিনাওয়াত্রার সরকারের পদচ্যুতি ঘটে। জেনারেল পায়ুথের স্পষ্ট কথা বলার ধরনে তার কঠিন পরিস্থিতি মোকাবেলায় সহায়ক হয়ে উঠেছে। ১৩ অক্টোবর রাজা ভূমিবলের আনুষ্ঠানিক মৃত্যুর সংবাদ ঘোষণায় ব্যতিক্রম মনে হয়নি তাকে।
×