ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

জনগণ চাইলে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ॥ আসাদ

প্রকাশিত: ০৪:০৩, ২ এপ্রিল ২০১৬

জনগণ চাইলে আগাম  প্রেসিডেন্ট নির্বাচন ॥ আসাদ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা রিয়া নোভোস্তিকে জানিয়েছেন, সিরিয়ার জনগণ চায় তিনি আগাম প্রেসিডেন্ট নির্বাচন দেবেন। খবর এএফপির। দামেস্ক থেকে একজন আরবী দোভাষীর মাধ্যমে আসাদ বলেন, যদি আগাম প্রেসিডেন্ট নির্বাচন দেয়ার প্রয়োজন হয় তবে আমার কোন সমস্যা নেই। ২০২১ সালে আসাদের মেয়াদ শেষ হবে। শান্তি প্রক্রিয়ায় অংশ নেয়া বিশ্বশক্তিসমূহ জাতিসংঘের পর্যবেক্ষণে আগামী ১৮ মাসের মধ্যে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। বিরোধীরা তাকে ছাড়া নির্বাচন করতে ইচ্ছুক। পার্লামেন্ট নির্বাচন চার বছর মেয়াদে ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। গত ২০১২ সালের মে মাসে পূর্ববর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সিরিয়ার সর্বশেষ প্রেসিডেন্ট নির্বাচন ২০১৪ সালের জুন মাসে অনুষ্ঠিত হয়। যাতে আসাদ ৮৮ দশমিক সাত শতাংশ ভোট পেয়ে সাত বছরের জন্য পুননির্বাচিত হন। সে সময় নির্বাচন সরকার নিয়ন্ত্রিত এলাকা এবং লেবাননসহ কয়েকটি দেশে অনুষ্ঠিত হয়। আসাদ বলেন, সকল সিরীয় নাগরিকের অধিকার রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেয়ার। সাক্ষাতকারে তিনি আরও বলেন, প্রত্যেক নাগরিক যারা দেশের ভেতরে অথবা বাইরে বিশ্বের যেখানেই আছেন তাদের সবার অধিকার রয়েছে ভোট দেয়ার। ২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধে সেখানে দু’লাখ ৭০হাজার লোক নিহত হয়েছে। এছাড়া প্রায় ৫০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
×