ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের নেটওয়ার্ক ভেঙ্গে দিল কলম্বিয়া

প্রকাশিত: ০৫:৩৮, ১২ মার্চ ২০১৬

আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের নেটওয়ার্ক ভেঙ্গে দিল কলম্বিয়া

কলম্বিয়া বৃহস্পতিবার সন্দেহভাজন ১৩ জনকে গ্রেফতার করে আন্তর্জাতিক অর্থ পাচার চক্রের একটি নেটওয়ার্ক ভেঙ্গে দিয়েছে। এদের মধ্যে পাঁচজন ফ্লাইট এ্যাটেনডেন্ট রয়েছে। প্রসিকিউটররা একথা জানান। এক বিবৃতিতে প্রসিকিউটররা বলেন, ‘গ্রেফতার করা ১৩ জনের মধ্যে পাঁচজন ফ্লাইট এ্যাটেনডেন্ট এবং অপর আটজন স্পেন, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও অন্যান্য দেশ থেকে অবৈধভাবে অর্জন করা ডলার ও ইউরো কলম্বিয়ায় পাচার করার সাথে জড়িত।’ খবর এএফপির। গ্রেফতার হওয়া এ ১৩ জনের অর্থ পাচার, অবৈধভাবে অর্থ অর্জন এবং অপরাধমূলক ষড়যন্ত্র করার দায়ে বিচার হবে। ডেপুটি এ্যাটর্নি জেনারেল জর্জ ফার্নান্ডো পার্ডোমো জানান, এ নেটওয়ার্ক মাদক পাচারের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে কারণ গ্রেফতার হওয়া এসব ব্যক্তির মধ্যে অনেকের মেক্সিকোর সিনালোয়া মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ রয়েছে।
×