ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেঙ্গুতে রেকর্ড, আট দিনে মৃত্যু ৪০ জনের

প্রকাশিত: ১৯:০৩, ৮ নভেম্বর ২০২২

ডেঙ্গুতে রেকর্ড, আট দিনে মৃত্যু ৪০ জনের

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী

দিন দিন বেড়েই চলছে ডেঙ্গু রোগী। গেল ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই মাসের প্রথম আট দিনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪০ জনে। চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১৮২। এটি দেশের ইতিহাসে এক বছরে ডেঙ্গুতে সর্বাধিক মৃত্যুর ঘটনা।

মঙ্গলবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী। তাদের ৪৫০ জন ঢাকায় এবং ৩৭০ জন ঢাকার বাইরের। এ নিয়ে নভেম্বরের প্রথম আট দিনে হাসপাতালের ভর্তি হলেন ৬ হাজার ৭৭৮ জন। এ বছর এ পর্যন্ত মোট ৪৪ হাজার ৮০২ জন রোগী হাসপাতালে গেছেন।

গত অক্টোবর মাসে দেশে ২১ হাজার ৯৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। মারা যান ৮৬ জন। সব মিলিয়ে গত জানুয়ারি থেকে এখন পর্যন্ত  দেশে ৪৪ হাজার ৮০২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৩৯৭ রোগী। ঢাকার বাইরে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।

এসআর

সম্পর্কিত বিষয়:

×