ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হুমায়ূন আহমেদ স্মরণানুষ্ঠান ‘ভালোবাসি হুমায়ূন’

প্রকাশিত: ০০:১১, ১৯ জুলাই ২০২০

হুমায়ূন আহমেদ স্মরণানুষ্ঠান ‘ভালোবাসি হুমায়ূন’

স্টাফ রিপোর্টার ॥ কিংকদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। সব রং ফিকে করে সেই গুণীকে দেশ হারিয়েছে আট বছর হলো। হুমায়ূন আহমেদের স্মৃতিকে স্মরণ করে ম্যাড থেটার ‘ভালোবাসি হুমায়ূন’ শীর্ষক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছে আজ রাত ৯টায়। এতে অংশ নেবেন নাট্যদল বহুবচনের প্রধান তৌফিকুর রহমান, কবি সাখাওয়াৎ টিপু, নাট্যকার রুমা মোদক, বিশিষ্ট বাচিক শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, অন্যপ্রকাশের কর্ণধার ও লেখক মাজহারুল ইসলাম, নাট্যকার মাসুম রেজা, ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ ও কথাসাহিত্যিক আফসানা বেগম। অনুষ্ঠানে হুমায়ূন স্মরণে সঙ্গীত পরিবেশন করবেন সুবচন নাট্য সংসদের সদস্য আমিরুল ইসলাম বাবুল। ম্যাড থেটার প্রযোজিত ‘নদ্দিম নতিম’ নাটকটি হুমায়ূন আহমেদের কালজয়ী উপন্যাস ‘কে কথা কয়’ অবলম্বনে রচিত। রচনা ও নির্দেশনা দিয়েছেন আসাদুল ইসলাম। এ যাবত নাটকটির প্রদর্শনীর সংখ্যা ৫৬। নাটকটি দেশ-বিদেশে বিপুলভাবে প্রশংসিত এবং সেখানেই এ বছর ক্রান্তিকালে ম্যাড থেটার হুমায়ূনের প্রয়াণ দিবস পালন করছে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে। অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হবে ম্যাড থেটারের ফেসবুক আইডিতে https:/ww/w.facebook.com/mad.theatre2015।
×