ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’

প্রকাশিত: ১২:০৩, ২২ মার্চ ২০২০

ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’

সংস্কৃতি ডেস্ক ॥ রাজনীতির মানুষের অংশগ্রহণে তৈরি রাজনৈতিক তর্কাতর্কিহীন অনুষ্ঠান ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। এ অনুষ্ঠানটি ধারণের জন্য স্টুডিওটি সাজানো হয়েছে এভাবেই। সরকারী দল, বিরোধী দলসহ সব জনপ্রিয় মুখদের এ অনুষ্ঠানে দেখা যাবে তবে ঘটবে শুধু হাস্য-রসাত্মক ঘটনা। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, এ্যাডভেঞ্চার ছিল। আবার কারও কারও নায়ক-গায়ক কিংবা অভিনতো বা সুপারস্টারও হওয়ার শখ ছিল। আর তাদের এ বিষয় ফোকাস করেই নতুন এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। ফরিদুর রেজা সাগরের পরিকল্পনায় অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম এবং সেহাঙ্গল বিপ্লব। অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬-৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে।
×