ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

যৌন নিপীড়ন নিয়ে এবার মুখ খুললেন বচ্চন

প্রকাশিত: ১৮:০৪, ১৩ অক্টোবর ২০১৮

যৌন নিপীড়ন নিয়ে এবার মুখ খুললেন বচ্চন

অনলাইন ডেস্ক ॥ একে একে প্রকাশ্যে আসতে শুরু করেছে বলিউডের খ্যাতিমান সব পুরুষের কুকীর্তি। যৌন নিপীড়নের বিরুদ্ধে অনেক তারকা কথা বললেও চুপ ছিলেন অমিতাভ বচ্চন। নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্তের শ্লীলতাহানির অভিযোগ প্রসঙ্গে কিছুদিন আগে তিনি বলেছিলেন, ‘আমি নানাও নই, তনুশ্রীও নই।’ অবশেষে ‘মিটু’ আন্দোলন নিয়ে নীরবতা ভেঙেছেন বলিউড শাহেনশাহ। নিজের ৭৭তম জন্মদিনে টুইটারে তিনি লিখেছেন, ‘কোনো নারীই যেন দুর্ব্যবহার কিংবা অবাঞ্ছিত আচরণের শিকার না হয়, সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। বিশেষ করে তার কর্মক্ষেত্রে।’ অমিতাভের ভাষ্যে, ‘আমাদের দেশে অধিকাংশ কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ছে। আমরা যদি তাদের স্বাগত জানাতে না পারি, তা হলে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।’ অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে তনুশ্রী দত্ত অভিযোগ তোলার পর যৌন হয়রানি ও ধর্ষণ নিয়ে মুখ খুলছেন বলিউডের অনেকে। পরিচালক বিকাশ বলের বিরুদ্ধে কঙ্গনা রানাউত ও নয়নী দীক্ষিত, অভিনেতা অলোক নাথের বিরুদ্ধে বিনতা নন্দা ও সন্ধ্যা মৃদুল, পরিচালক কুশান নন্দী ও অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির বিরুদ্ধে চিত্রাঙ্গদা সিং, রজত কাপুরের বিরুদ্ধে তিন নারী, প্রযোজক গৌরাঙ্গ দোশির বিরুদ্ধে ‘স্ত্রী’খ্যাত অভিনেত্রী ফ্লোরা সাইনি এবং কবি-গীতিকার বৈরামুথুর বিরুদ্ধে গায়িকা চিন্ময়ী অভিযোগ তুলেছেন। পরিচালক সুভাষ কাপুরকে নিয়েও এমন কিছু ছড়িয়ে পড়ায় তার ‘মোগল’ ছবি থেকে সরে দাঁড়িয়েছেন আমির খান। সর্বশেষ ভারতীয় সংগীতশিল্পী কৈলাশ খেরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন গায়িকা সোনা মহাপাত্র। টুইটারে ‘মিটু’ যুক্ত করে এ বোমা ফাটিয়েছেন তিনি। তার দাবি, ঢাকায় একটি কনসার্টে সংগীত পরিবেশন করতে আসার পরও এমন অপ্রীতিকর ব্যবহার করেছেন ৪৫ বছর বয়সী এই গায়ক। সোনা মহাপাত্র জানান, কৈলাশ তাকে কনসার্ট নিয়ে আলোচনার সময় আপত্তিকরভাবে স্পর্শ তো করেছেনই, এ ছাড়া খারাপ উদ্দেশ্যে ঢাকায় হোটেল রুমে একা দেখা করতে বলেছিলেন। টুইটারে ৪২ বছর বয়সী এ গায়িকা লিখেছেন, “কনসার্ট নিয়ে আলোচনার জন্য মুম্বাইয়ে জুহুর পৃথ্বি ক্যাফেতে কৈলাশ খেরের সঙ্গে দেখা করেছিলাম। কথাবার্তা শেষে আমার ঊরু স্পর্শ করে তিনি বলেন, ‘তুমি খুব সুন্দর। কোনো অভিনেতা তোমাকে না পেয়ে একজন সংগীতশিল্পী পেয়েছে, এ জন্য খুব ভালো লাগছে।’ তার মুখে এসব শুনে আর একমুহূর্তও দেরি করিনি, রেগে চলে এসেছি।” কৈলাশ খেরের বিরুদ্ধে আরও অভিযোগ করেছেন নারী আলোকচিত্রী ও সাংবাদিক নাতাশা হেমরাজানি। সূত্র : হিন্দুস্তান টাইমস
×