ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রিফাত কান্তি সেন

আবারও হ্যারিসন ফোর্ড

প্রকাশিত: ০৭:১৬, ২৬ জুলাই ২০১৮

আবারও হ্যারিসন ফোর্ড

হলিউড জগতের জনপ্রিয় এক নাম হ্যারিসন ফোর্ড। বেশ ক’দিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছিল না তাকে। প্রবীণ এ অভিনেতা ‘কল অব দ্য ওয়াইল্ড’নামের বড় বাজেটের এক ছবি নিয়ে ফিরছেন বড় পর্দায়। তার এ ফেরার খবরটি জানিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। জ্যাক লন্ডনের উপন্যাস ‘কল অব দ্য ওয়াইল্ড’ অবলম্বনে তৈরি হবে ছবিটি। ছবিটির প্রেক্ষাপট হলো ১৮৯০ সালের দিকে ক্লনডিক অঞ্চলে স্বর্ণখনিতে স্বর্ণ উত্তোলনের যে প্রতিযোগিতা শুরু হয় তাই ফুটে উঠবে চলচ্চিত্রটিতে। ভ্যারাইটি ম্যাগাজিনের এক খবরে জানানো হয়, ‘ইন্ডিয়ানা জোনস’ ছবিটিতে থর্টন নামে অভিনয় করবেন। তাকে ছবিতে দেখা যাবে প্রধান খনিজ পদার্থ সন্ধানকারী হিসেবে। ১৯৩৫ সালে থর্টনের চরিত্রে অভিনয় করেছিলেন ক্ল্যাক গ্যাবল। ১৯৭২ সালে একই কাহিনীর উপর নির্মিত চলচ্চিত্রে অভিনয় করেছিলেন চার্টন হেসটন। ‘কল অব দ্য ওয়াইল্ড’ ছবিটি পরিচালনা করবেন ক্রিস স্যান্ডার্স এবং চিত্রনাট্য লিখেছেন মাইকেল গ্রিন। ২০১৮ এর সেপ্টেম্বরেই ছবিটির শূটিং শুরু হওয়ার কথা রয়েছে। ‘ইন্ডিয়ানা জোনস’ খ্যাত ফোর্ড ‘এয়ার ফোর্স ওয়ান’ এ্যাপোক্যালিপ্স নাউ’ সহ অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন। ফোর্ড আমেরিকান একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। স্টার ওয়ার্স সিরিজের স্পেস অপেরা ত্রয়ীতে হ্যান সোলো চরিত্রে এবং ইন্ডিয়ানা জোনস নাম ভূমিকায় অভিনয়ের সুবাধে বিশ^ব্যাপী পরিচিতি লাভ করেন। ছয় দশক ধরে অভিনয় করা ফোর্ড বিশ^ব্যাপী সুনাম ও কুড়িয়েছেন। তার অর্জনের খাতায় যোগ হয়েছে অসংখ্য পুরস্কার। ১৯৯৭ সালে চলচ্চিত্র ম্যাগাজিন এম্পায়ার ফোর্ডকে সর্বকালের সেরা ১০০ জন মুভিস্টার হিসেবে প্রথম স্থান প্রদান করে। ফোর্ডের বাবা ক্রিস্টোফার ফোর্ড একজন বিজ্ঞাপন কর্মকর্তা ও অভিনেতা, মা ডরোথি ছিলেন একজন বেতার অভিনেত্রী। ফোর্ড বয় স্কাউট অব আমেরিকার একজন সদস্য ছিলেন এবং দ্বিতীয় সর্বোচ্চ র‌্যাংক, লাইফ স্কাউট অর্জন করেন। হলিউডের এ প্রবীণ অভিনেতা যে বিশ^নন্দিত এতে সন্দেহের কোন অবকাশ নেই। তার আবার বড় পর্দায় ফিরে আসার খবর শুনে ভক্তদের মাঝে আনন্দের বন্যা বইছে।
×