ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর সমাজ ও প্রকৃতির দৃশ্য আলেখ্য

প্রকাশিত: ০৭:৩৮, ১০ মে ২০১৮

বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর সমাজ ও প্রকৃতির দৃশ্য আলেখ্য

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী সুমন কুমার সরকারের একক চিত্রকর্ম প্রদর্শনী। শিরোনামÑ বরেন্দ্র কাব্য ২। বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শুক্রবার এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সেই থেকে চলছে। প্রতিদিনই প্রদর্শনী ঘুরে দেখছেন শিল্পপ্রেমীরা। তবে আজ বৃহস্পতিবার শেষ দিন। যাদের দেখা হয়নি, আজ তারা দেখে আসতে পারেন। শিল্পীর কথা একটু বলে নেয়া যাক। সুমন কুমার সরকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি দেশে বিদেশের অনেক চিত্র প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন। ‘তরুণ চিত্রশিল্পী পদক’প্রাপ্ত হয়ে চীন সরকারের আমন্ত্রণে চীন সফর করেছেন। সেখানে কয়েকটি চিত্র প্রদর্শনী ও আর্টক্যাম্পে অংশ গ্রহণের অভিজ্ঞতা রয়েছে তার। ‘নবাব শামসুল হুদা চিত্রশিল্পী পুরস্কার-২০১১’ ও রাজশাহী চারুকলা বিভাগ থেকে ‘জয়নুল আবেদীন-২০১১’ পদক পেয়েছেন। বরেন্দ্র অঞ্চলের বিষয় নির্ভর দুটি একক চিত্র প্রদর্শনীও করেছেন তিনি। বর্তমানে চলছে ‘বরেন্দ্র কাব্য ২’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে সুমনের প্রায় ৩০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে। ছবি নয় শুধু, বরেন্দ্র অঞ্চলের কৃষিনির্ভর সমাজ ও প্রকৃতির দৃশ্য আলেখ্য। নিসর্গ শিল্পকর্মে শিল্পী সরলভাবেই বরেন্দ্র অঞ্চলের রূপকে প্রকাশ করেছেন। বরেন্দ্র অঞ্চলের ভূপ্রকৃতি ও সাঁওতালদের জীবনযাপনের বর্ণিল স্মতিচারণ রয়েছে সমুন কুমার সরকারের চিত্রমালায়। শৈশব ও কৈশরের স্মৃতি বিজড়িত বরেন্দ্রভূমি তাঁর মনোভূমিতে বিস্তর জায়গা দখল করে আছে। শিল্পী তার সংবেদনশীল অনুভূতি থেকে ছবির বিষয় বেছে নিয়েছেন বরেন্দ্র অঞ্চলের মাটি ও মানুষের সরল জীবনকাব্য। আর শিল্পীর জলরং মাধ্যম বেছে নেয়া যেন বরেন্দ্র অঞ্চলের সরল ও স্বচ্ছ মানুষ ও প্রকৃতি আকার প্রয়োজনেই যেই সরল রূপ শিল্পী তার শৈশব ও কৈশরে দেখে এসেছেন। শিল্পী তার নাগরিক জীবনে এসে সেই প্রকৃতির ফর্ম ভাঙতে চাননি। যেন তিনি এখনও ¯œাত হতে চান তার চিত্র রচনার মধ্য দিয়ে সেই নিসর্গে।
×