ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই বাংলার কবি-সাহিত্যিকদের সম্মাননা

প্রকাশিত: ০৬:২৯, ১৪ নভেম্বর ২০১৬

দুই বাংলার কবি-সাহিত্যিকদের সম্মাননা

সংস্কৃতি ডেস্ক ॥ বৃহত্তর রংপুরের লালমনিরহাট জেলার কুলাঘাট গ্রামের নিভৃত গোবিন্দপাড়ার গোবিন্দবাড়ির কৃতিসন্তান গোবিন্দ চন্দ্র রায়। তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক, হিন্দু-বিধবা বিবাহ প্রচলনকারী, নারী শিক্ষার অগ্রদূত ঋষিতুল্য ব্যক্তিত্ব। তার স্ত্রী গঙ্গাময়ী রায়ও সামাজিকভাবে একজন নমস্য ব্যক্তিত্ব ছিলেন। তৎকালীন সমাজে কৃতি এই দম্পতির স্মৃতি সংরক্ষণের উদ্দেশে প্রতিষ্ঠিত হয় ‘গঙ্গা-গোবিন্দ স্মৃতি পরিষদ’। পরিষদের উদ্যোগে গোবিন্দপাড়ায় সম্প্রতি দুই বাংলার সাহিত্যকর্মীদের নিয়ে কবিতা আড্ডা ও সংবর্ধনা এবং সম্মাননা প্রদানের আয়োজন করা হয়। আয়োজনে গঙ্গা-গোবিন্দ স্মৃতি পরিষদের পক্ষে দুই বাংলার কবিদের ফুল ও উত্তরীয় এবং ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি গোবিন্দ চন্দ্র রায়ের কনিষ্ঠপুত্র কবি মুকুল রায়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি সাংবাদিক কুষ্টিয়ার ‘বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশীদ চৌধুরী। সম্মাননাপ্রাপ্ত ওপার বাংলার কবিদের মধ্যে ছিলেন তাপসী আচার্য, শ্রাবণী চৌধুরী, বন্দিতা দাশ, ঈশিতা দাশ অধিকারী, তন্দ্রা ভট্টাচার্য, প্রশান্ত মানিক, তপন মুখার্জী, কাশীনাথ চক্রবর্তী, অজয় দ্বারী, মানিক প-িত, তপন ম-ল, মদন ভড়, তাপস হাজরা, প্রভাত ম-ল, তারাপ্রসাদ সাঁতরা, সুনীল করণ ও পার্থসারথী বর। বাংলাদেশের কবি আবদুর রশীদ চৌধুরী, তাছলিমা চৌধুরী বুলবুল, মানিক মজুমদার, মৌমিতা মজুমদার, উত্তম কুমার দাস এবং নিন্দুক বিশ্বাস। প্রসঙ্গত, গঙ্গা-গোবিন্দ স্মৃতি পরিষদ আয়োজিত দুই বাংলার কবিদের নিয়ে এটি ছিল দ্বিতীয় সংবর্ধনা অনুষ্ঠান। এর আগে ২০১৫ সালে ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ অটইয়ের উদ্যোগে অটই মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবার দুই বাংলার কবিদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
×