ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি নাটক ‘মর্ষকাম’ ॥ রোকেয়া রফিক বেবী

প্রকাশিত: ০৪:১৪, ১ নভেম্বর ২০১৬

সাধারণ মানুষের জীবনের প্রতিচ্ছবি নাটক ‘মর্ষকাম’ ॥ রোকেয়া রফিক বেবী

দেশের প্রথিতযশা অভিনয়শিল্পী ও নির্দেশক রোকেয়া রফিক বেবী। তার অভিনয়শৈলী দিয়ে মঞ্চকে আলোকিত করে চলেছেন দীর্ঘদিন। তার সংগঠন থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনায় ‘মর্ষকাম’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ সন্ধ্যা ৭টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে। আগামীকাল একই স্থান ও সময়ে নাটকটির দ্বিতীয় মঞ্চায়ন হবে। কন্যা আনিকা মাহিন একার রচনায় এ নাটকটির নির্দেশনা দিয়েছেন তিনি। নতুন নাটকসহ অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা হয়। ‘মর্ষকাম’ কী ধরনের নাটক? রোকেয়া রফিক বেবী : ইতিহাসে বার বার ঘটে যাওয়া কিছু ঘটনার পৃথক পৃথক পুনরাবৃত্তি ভিন্ন ভিন্ন রূপে নাটকে উঠে এসেছে। এতে রাজনীতি, ক্ষমতার খেলা, পরাশক্তির প্রতিনিধিত্ব সবই আছে। রয়েছে কালে কালে হেরে যাওয়া মানুষের ঘটনা। আমাদের চেনা ঘটনা, কিছু ঘটনার চাক্ষুস সাক্ষী আমরা, কিছু ঘটনার সাক্ষী ইতিহাস। সব মিলে সাধারণ মানুষের জীবনকে ঘিরেই ‘মর্ষকাম’ নাটকের গল্প আবর্তিত হয়েছে। মেয়ের লেখা নাটকে নির্দেশনা দিয়েছে অনুভূতি কেমন? রোকেয়া রফিক বেবী : এক ধরনের রোমান্টিকতা কাজ করছে। অনেক ভাল লাগছে। নাটকটির প্রস্তুতি কেমন? রোকেয়া রফিক বেবী : বড় ক্যানভাসেই নাটকটি মঞ্চে আনছি। তাই প্রস্তুতির কোন ঘাটতি রাখিনি। চেষ্টা করেছি, থিয়েটার আর্ট ইউনিটের নবীন-প্রবীণ সব শিল্পীদের নিয়ে একসঙ্গে কাজ করতে। নাটকটি নিয়ে আপনি কেমন আশাবাদী? রোকেয়া রফিক বেবী : এটা আগে বলা ঠিক নয়। প্রথাগত কোন কাঠামোর মধ্যে নাটকটিকে বাধা হয়নি। এটা আমার একটা যতেœর কাজ। একটা বৈশ্বিক ভাবনা থেকে এ নাটক। এতে কোরাস ক্রাউন আছে, গান আছে। যে কোন দর্শক তার নিজস্ব দৃষ্টিভঙ্গির সঙ্গে রিলেট করতে পারবে। মঞ্চ নাটকের প্রতি আগ্রহ জন্মাল কিভাবে? রোকেয়া রফিক বেবী : প্রথম মঞ্চনাটক আমি দেখেছি টেলিভিশনে। তৃপ্তি মিত্রের ‘অপরাজিতা’। ১৯৭৩ সালে ঢাকায় এসেছিল কিংবদন্তি অভিনেত্রী তৃপ্তি মিত্র এবং তার দল। অসাধারণ অভিনয় করেন তিনি। তার অভিনয় দেখে কেমন একটা টান অনুভব করলাম। ক্লাস সেভেনে পড়ি তখন। মঞ্চে গিয়ে তো দেখা হয়নি। আমাদের পরিবারে আমিই প্রথম মঞ্চে কাজ করছি। মঞ্চনাটক নিয়ে আপনার ভাবনা.. রোকেয়া রফিক বেবী : জাতির আন্দোলনে মঞ্চনাটকের ভূমিকা অনেক। সব আন্দোলনই ধারণ করেছে নাট্যকর্মীরা। থিয়েটারের মানুষেরা অসম্ভব রকমের ঐক্যবদ্ধ হতে জানে। আমরা একে অন্যের পাশে থাকি, দেশপ্রেম আমাদের চালিত করে।- -গৌতম পাণ্ডে
×