ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঈদের নাটক ‘হারিয়ে খুঁজি’

প্রকাশিত: ০৩:৫৯, ৭ জুন ২০১৬

ঈদের নাটক ‘হারিয়ে খুঁজি’

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরে বিটিভিতে প্রচারের জন্য সম্প্রতি নির্মিত হলো বিশেষ নাটক ‘হারিয়ে খুঁজি’। নাটকটি রচনা করেছেন মান্নান শফিক। পরিচালনা করেছেন হ ম সহিদুজ্জামান। বাংলা মিডিয়া কমিউনিকেশন প্রযোজিত ‘হারিয়ে খুঁজি’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহেদ, হুমায়রা হিমু, শিরিন আলম, জিল্লুর রহমান, আবিদ আহমেদ, সেলিম বহুরূপী, নাসির আহমেদ, মজিবুর রহমান মিয়াজি, কায়েস আহমেদ, সুবর্ণা মীর, রাজু হোসেন, মিজান রহমান, পলাশ মোহাম্মদ, শামিম চৌধুরী প্রমুখ। নাটকের গল্পে দেখা যায়- জনাকীর্ণ এক রেলস্টেশনের প্ল্যাটফর্মে নামতেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন শুভ। কিছু লোক তাকে আরিফের ফার্মেসিতে রেখে চলে যায়। একা একা আরিফ পড়ে বিপদে। ডাক্তার শুভকে চেকআপ করার পরও তার জ্ঞান ফেরে না। রাতে কোন উপায় না দেখে আরিফ শুভকে তার বাড়িতে নিয়ে যায়। শুভকে দেখে চমকে ওঠে বন্যা। এক সময় ভালবাসার টানে সবাইকে না জানিয়ে একা একা ঘর ছেড়ে শহরে পাড়ি দিয়েছিল। তাদের সুখের সংসার ছিল। শুভর ওপর রাগ করে বন্যা চলে আসে গ্রামে। এখন সব অতীত। তবু নিজেকে আড়াল করেই শুভকে সুস্থ করে তোলে বন্যা। কিন্তু শুভ জানতে পারে না নিজেকে আড়াল করে কে তার সেবা করে তুলেছে। একটা সময় বন্যাকে দেখে ফেলে শুভ। নিজেকে বিশ্বাস করতে পারে না। যাকে খোঁজার জন্য সে এতদূর এসেছে আর তার ঘরে তার সেবাযতেœই সে ভাল হয়ে উঠেছে! নিজের ভুলের জন্য বারবার ক্ষমা চায় শুভ। যারা বন্যাকে তিরস্কার করত আজ তারাও চুপ হয়ে যায়। বন্যা আর শুভ সাদা মলাটে ঢেকে যাওয়া জীবনটাকে ঠিক আগের মতো করে রঙিনভাবে শুরু করে। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।
×