ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে ২০ বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ১৮:৩৩, ৪ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৪১, ৪ ফেব্রুয়ারি ২০২৫

গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারে ২০ বিশ্ববিদ্যালয়

অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ। 

শনিবার ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে দুপুর ১২টা থেকে ইউজিসি ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। ‘রেভ্যুলেশন ফর জিএসটি’ ব্যানারে তারা এ কর্মসূচি করছেন।

শিক্ষার্থীরা জানান, ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সভায় বসেছেন জানতে পেরেই তারা আন্দোলনে এসেছেন। এ সময় শিক্ষার্থীরা জানান, আমরা আপনাদের (উপাচার্য) আশ্বাসে পড়ার টেবিলে ফিরে গিয়েছিলাম। কিন্তু এরপরও একাধিক বিশ্ববিদ্যালয় পৃথক আকারে ভর্তি বিজ্ঞপ্তি জারি করছে। তাহলে আশ্বাসের ফল কি হলো? আমরা আপনাদের মুখে ভাল ভাল কথা শুনতে চাই না। আমরা সিদ্ধান্ত জানতে চাই।

তখন ইউজিসির সদস্য ও অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ জানান, ২০টার নিচে গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে না। আমরা এটুকু আশ্বাস দিচ্ছি। তখন শিক্ষার্থীরা বলেন, আপনারা আগেও ২২ টি ভার্সিটির কথা বলেছিলেন। এখন ২০ টার কথা বলছেন আদৌ কিছু হবে কী না সেটা আমরা বুঝছি না।

শিক্ষার্থীরা জানান, টাকার অভাবে আমরা ভর্তি আবেদন করতে পারছি না। গুচ্ছ ভর্তি পরীক্ষা হলে ১৫০০ টাকা লাগে। আর না হলে টাকা লাগবে আবেদনে ৫০ হাজার। কিভাবে আমরা আবেদন করব। এসময় ভর্তি কমিটির আহবায়কের সঙ্গে এক শিক্ষার্থীর তর্ক হয়। তখন আহবায়ক এক শিক্ষার্থীকে ধমক দেন। এবং ওই শিক্ষার্থী কোন কলেজের তা জানতে চান। পরে শিক্ষার্থী জানান, সে নটর ডেমের শিক্ষার্থী। তখন উনিও জানান, সেও নটর ডেমের। এরপর বারবার শিক্ষার্থীরা সিদ্ধান্ত জানতে চান। তখন ইউজিসি ও উপাচার্যরা এখান থেকে তাদেরকে চলে যেতে অনুরোধ করেন।

তখন ইউজিসি সমস্য তানজীমউদ্দিন বলেন, এই ঘটনা নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। কোন ছাত্রলীগ বা যুবলীগ তোমাদের উপর হামলা করলে কি হবে? তবে শিক্ষার্থীরা সব যুক্তিই মানতে নারাজ।

সেসময় শিক্ষার্থীরা জানান, জগন্নাথ ভার্সিটি ভর্তি কার্যক্রম শেষ করে ফেলেছে। আমাদের বক্তব্য খুব লাউড এন্ড ক্লিয়ার। আমরা গুচ্ছ চায়। তখন উপাচার্যরা বলেন, তোমরা পড়ালেখায় মনোনিবেশ কর। তোমরা রাস্তায় থাকো না। তোমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট করো না। বাচ্চাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পেরেশানি রয়েছে এটি আমরা বুঝি। শিক্ষা উপদেষ্টা, মন্ত্রণালয় ও ইউজিসি নানাভাবে উপাচার্যদেরকে চাপ দিয়েছে। এরপরও কিছু বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হওয়ার পায়তারা করছে।

তবে আন্দোলনকারীরা জানান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও হাজী দানেশ বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে কোনভাবেই গুচ্ছে বাইরে রাখা যাবে না। এরই মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন করেছে। যেটি হলো চারুকলা। গুচ্ছের সময়ও এমনটাই হত। তবে এখনো বিশ্ববিদ্যালয়টির গুচ্ছে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

এদিকে মঙ্গলবার ২৪ বিশ্ববিদ্যালয়ের ভিসিরা বৈঠকে বসে। সেখান থেকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত আসে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় যুক্ত থাকবে। খুব শিগগির গুচ্ছ ভর্তির বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল আজীম আখন্দ এ তথ্য জানালেও এখনই তালিকা প্রকাশ করেননি। যদিও একপর্যায়ে ফটকের সামনে অবরোধ করা শিক্ষার্থীরা ফিরে গেছেন। বৈঠক শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল আজীম আখন্দ বলেন, শিক্ষার্থীদের দাবির সঙ্গে আমরাও একমত। সে লক্ষ্যে কাজ করছি। কয়েকটি বিশ্ববিদ্যালয় বের হয়ে গেলেও অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আজকের সভায় এটি সিদ্ধান্ত হয়েছে।

তিনি বলেন, পরীক্ষার দিন-তারিখ ঠিক করা হয়েছে। খুব শিগগির আরেকটি সভায় গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার বিজ্ঞাপ্তি প্রকাশ নিয়ে সিদ্ধান্ত হবে। আশা করছি, পরবর্তী গুচ্ছ অত্যন্ত সফলতার সঙ্গে আমরা আয়োজন করতে পারবো।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়কের ঘোষণার পর আন্দোলনরত শিক্ষার্থী আবদুল মালেক সিয়াম বলেন, শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছেন। তারা যেকোনো মূল্যে অন্তত ২০টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন। তাদের আশ্বাসে আজকের মতো অবরোধ তুলে নিয়েছি।

এদিকে, বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী- আগামী ২৫ এপ্রিল ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা শাখা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ মে ‘বি’ ইউনিট (মানবিক) এবং ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন ফি সহ অন্যান্য বিষয় পরবর্তীতে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে এবং তা গুচ্ছ ভর্তির অফিসিয়াল ওয়েবসাইট ও গণমাধ্যমে শিগগির প্রকাশ করা হবে।

আশিক

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার