ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রকাশিত: ০০:০৪, ২৪ জুন ২০২১

অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

(পূর্ব প্রকাশের পর) ১৩। কিশোর-কিশোরীদের মনে হতাশা সৃষ্টি হওযার কারণ- (র) আর্থিক অসচ্ছলতা (রর) পারিবারিক অশান্তি (ররর) প্রেমে ব্যর্থতা। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর (গ) রর ও ররর (ঘ) র,রর ও ররর ১৪। পারিবারিক হতাশাগ্রস্ত শিশু-কিশোররা কেন মাদকদ্রব্য গ্রহণ করে? (ক) বন্ধুদের সঙ্গ লাভের জন্য (খ) পিতা-মাতাকে ত্যাগ করার জন্য (গ) পারিবারিক অশান্তি দূর করার জন্য (ঘ) হতাশা থেকে মুক্তিলাভের জন্য। ১৫। মাদকাসক্তির ফলে কোনটি ঘটতে পারে? (ক) অর্থনৈতিক উন্নতি (খ) সামাজিক শৃঙ্খলা (গ) আত্মহত্যার ঘটনা(ঘ) রাজনৈতিক অস্থিরতা। ১৬। মাদক গ্রহণকরীরা- (র) হতাশায় ভোগে (রর) হীনমন্যতায় ভোগে (ররর) পারিবারিক মর্যাদা হ্রাস করে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ১৭। কিশোর অপরাধের অন্যতম কারণ কোনটি? (ক) দারিদ্রতা (খ) বেকারত্ব (গ) নিরক্ষরতা (ঘ) বহু বিবাহ । ১৮। কিশোর অপরাধের অন্যতম কারণ হিসেবে নিচের কোনটি দায়ী করা যায়? (ক) শিক্ষকদের অসচেতনতা (খ) তথ্য প্রযুক্তির উন্নতি (গ) অল্প বয়সে অর্থ উপার্জন (ঘ) অল্প বয়সে বিবাহ। ১৯। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এক ধরনের অপরাধ দেখা যাচ্ছে। আর সেটি হচ্ছে- (ক) ধর্ষণ (খ) ছিনতাই (গ) ইভটেজিং (ঘ) তথ্যপ্রযুক্তির অপব্যবহার। ২০। শিশু-কিশোরদের মনে অনেক সময় হতাশার জন্ম নেয়- (র) পিতা-মাতার ¯েœহ বঞ্চিত হলে (রর) ভালো বন্ধু না পেলে (ররর) বিদ্যালয়ের পরিবেশ ভালো না হলে। নিচের কোনটি সঠিক (ক) র (খ) রর ও ররর (গ) র ও রর (ঘ) র,রর ও ররর। ২১। কোনটি কিশোর অপরাধ? (ক) খেলাধুলা করা (খ) চুরি করা (গ) সিনেমা দেখা (ঘ) বেড়াতে যাওয়া। উত্তর ঃ ১৩(গ), ১৪(ঘ), ১৫(গ), ১৬(ঘ), ১৭(ক), ১৮(গ), ১৯(ঘ), ২০(গ), ২১(খ)।
×