ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পঞ্চম শ্রেণির পাঠ

প্রকাশিত: ০০:০৮, ১ নভেম্বর ২০২০

পঞ্চম শ্রেণির পাঠ

বি.এস.সি (অনার্স), এম.এস.সি (১ম শ্রেণি, রসায়ন), সহকারি শিক্ষক, কড়ই সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমদীঘি, বগুড়া। মোবাইল : ০১৭২৪৬২৩৭৮৭ শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজ তোমাদের জন্য থাকছে অধ্যায় ৮ থেকে গড় সংক্রান্ত সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। গড় প্রশ্ন ১। গড় কী? উত্তর : কতগুলো রাশি দেয়া থাকলে, রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। প্রশ্ন ২। একজন ক্রিকেট খেলোয়াড়ের ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজে সংগৃহীত রান ৪৮, ৫২ ও ৫৩। তিনি ওই সিরিজে গড়ে কত রান করেছেন? উত্তর : ৫১ রান। প্রশ্ন ৩। আশিকের বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের নম্বর যথাক্রমে ৫৫, ৬৫, ৯৫ ও ৮৫ হলে আশিকের গড় নম্বর কত? উত্তর : ৭৫। প্রশ্ন ৪। ১৩, ১৫, ১৭, ২৫ ও ৩০ রাশিগুলোর গড় কত? উত্তর : ২০। প্রশ্ন ৫। একাধিক রাশির যোগফল ১৮৪ এবং তাদের গড় ৮ হলে রাশির সংখ্যা কত? উত্তর : ২৩। প্রশ্ন ৬। আরিফ ও সানজি দুই বন্ধু। তাদের বয়স যথাক্রমে ১৮ ও ২০। তাদের দুজনের গড় বয়স কত? উত্তর : ১৯ বছর। প্রশ্ন ৭। গড় নির্ণয়ের সূত্রটি লেখ। উত্তর : গড় = রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। প্রশ্ন ৮। ১২টি সংখ্যার গড় ৩৪ এবং প্রথম ১১টির গড় ৩০ হলে ১২তম সংখ্যাটি কত? উত্তর : ৭৮। প্রশ্ন ৯। ২৭টি রাশির গড় ৬৮ হলে, রাশিগুলোর যোগফল কত? উত্তর : ১৮৩৬। প্রশ্ন ১০। রাশিগুলোর সমষ্টিকে রাশিগুলোর সংখ্যা দ্বারা কী করলে গড় পাওয়া যায়? উত্তর : ভাগ। প্রশ্ন ১১। আলিম সাহেবের এপ্রিল মাসে মোট আয় ১৫০০০ টাকা। ওই মাসে তার দৈনিক গড় আয় কত? উত্তর : ৫০০ টাকা। প্রশ্ন ১২। গড় গুণ রাশিগুলোর সংখ্যা = কী? উত্তর : রাশিগুলোর যোগফল। প্রশ্ন ১৩। একজন ব্যক্তির দৈনিক আয় ৫৫০ টাকা। ওই ব্যক্তির সাপ্তাহিক আয় কত টাকা? উত্তর : ৩৮৫০ টাকা। প্রশ্ন ১৪। দুই সন্তান ও বাবার বয়সের গড় ২১ বছর। তাদের বয়সের সমষ্টি কত? উত্তর : ৬৩ বছর। প্রশ্ন ১৫। ৪ জন শিক্ষার্থীর মোট ওজন ১২৮ কেজি। তাদের মধ্যে ৩ জন শিক্ষার্থীর মোট ওজন ৯৯ কেজি হলে চতুর্থ জনের ওজন কত? উত্তর : ২৯ কেজি। প্রশ্ন ১৬। ২১, ০, ১১ ও ৪ সংখ্যাগুলোর গড় কত? উত্তর : ৯। প্রশ্ন ১৭। আদিবা বিভিন্ন দামের ১২টি খেলনা কিনল। খেলনাগুলোর গড় মূল্য ৮৫ টাকা। আদিবার খেলনার ক্রয়মূল্য কত? উত্তর : ১০২০ টাকা। প্রশ্ন ১৮। ২৭টি রাশির সমষ্টি ১৮৩৬ হলে, রাশিগুলোর গড় কত? উত্তর : ৬৮। প্রশ্ন ১৯। ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম। বইগুলোর গড় ওজন কত? উত্তর : ১৫৪ গ্রাম ২০। ইবনাত ১ সপ্তাহে ১০৫টি অঙ্কের সমাধান করে। প্রতিদিন গড়ে সে কয়টি করে অঙ্ক করে? উত্তর : ১৫টি।
×