ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

শেখ শামীম আহমেদ;###;পরিচালক;###;শহীদ ক্যাডেট একাডেমী (উত্তরা);###;Web: www.ShahidCadet-academy.com

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

প্রকাশিত: ০৭:২৭, ১০ নভেম্বর ২০১৮

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি-২০১৯

English - 30 1. Write down the name of the following underlined parts of speeches : 1X5=5 Bangladesh is a small country but it is gifted with unlimited natural attractions. a) Bangladesh => noun. b) is => verb. c) small => adjective d) but => conjunction e) with => preposition 2. Translate into English : 1X5=5 a) ivRkvnx Av‡gi Rb¨ weL¨vZ | => Rajshahi is famous for mangoes. b) GKZvB ej| => Unity is streght. c) GK wX‡j `yB cvwL gviv| => To kill two birds with one stone. d) GK gy‡L `yB K_v| => To blow hot a cold air in the same breath. e) GK †m‡K‡Ûi bvB fimv | => life is like a candle in the air. 3. Express in a word : 1X5=5 a) A person who can not speak is a - dumb. b) A person who composes poems is a - poet c) A person who teaches is a - teacher d) A person who can not see is a - blind e) A person who has belief in God/ Allah is - theist 4. Add suffixes : 1X5=5 a) Honest - ylly b) Boy - hood c) Normal - ly d) Kind - nesslly e) Certain - ly 5. FIB with the following I/P : 1X2=2 kith and kin, in fact, in bloom a) The flowers are _________. = in bloom b) I have no __________ in Dhaka. = kith and kin 6. Add tag questions : 1X3=3 a) Della was a good housewife, ....................... = wasn't she ? b) She is not present here, .................................. = is she ? c) Rahim reads attentively, ........................... = doesn't he ? বাংলা - ২০ ১ । সোনার দেশের মাঠে মাঠে ফলে = সোনা ধান রাশি রাশি । ২ । কোন কবি ‘দাদা ভাই’ নামে সমধিক পরিচিত ছিলেন ? = রোকনুজ্জামান খান । ৩ । বঙ্গবন্ধুকে কোন সালের কত তারিখে সপরিবারে হত্যা করা হয় ? = ১৯৭৫ সালের ১৫ আগষ্ট । ৪ । “ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি- এটি একটি - ক) রূপক খ) চিত্রকল্প গ) অনুপ্রাস ঘ) উপমা ৫ । দাদাভাই ‘কচিকাঁচার মেলা’ গঠন করেন কত সালে ? ক) ১৯৩৬ সালে খ) ১৯৪৬ সালে গ) ১৯৫৬ সালে ঘ) ১৯৬৫ সালে ৬ । ‘অধ্যয়ন’ পদের বিশেষণ কি ? ক) অধ্যায়ন খ) অধীন গ) অধ্যায়িত ঘ) অধীত ৭ । ‘প্রাত্যহিক’ কোন পদ ? = বিশেষণ পদ । ৮ । ‘মহৎ’ এর বিশেষ্য পদ লিখ । = মহত্বা মহিমা । ৯ । বাক্যের অপরিহার্য অঙ্গ কোন পদ ? = ক্রিয়া পদ । ১০ । গঠন ভেদে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায় ? = ২ ভাগে । ১১ । আমার পরীক্ষা ভাল হয়েছে - বাক্যটি কোন ক্রিয়ার উদাহরন ? সমাপিকা ক্রিয়া । ১২ । ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ ? ক) সংজ্ঞাবাচক খ) বস্তবাচক গ) গুণবাচক ঘ) সমষ্টিবাচক ১৩ । ‘ভূগোল’ শব্দের বিশেষন কোনটি ? ক) ভৌগলীয় খ) ভূগোলিক গ) ভৌগলিক ঘ) ভৌগোলিক কারক ও বিভক্তি নির্নয় কর : ১৪ । ধর্ম হতে বিচলিত হয়ো না - অপাদানে ৫মী । ১৫ । পুলিশ চোর ধরছে - কর্তায় শূন্য । ১৬ । সারমর্ম লিখ : নদীকভু পান নাহি করে নিজ নিজ জল, ---------- সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে । অথবা, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা ------------- তোমায় দেখে চূর্ণ হউক ভন্ড নেতার মান । সাঃ জ্ঞান-২০ ১ । | ASIAN = Association of South East Asian Nations. ২ । ZPG = Zero Population Growth. ৩ । LAN = Local Area Network. ৪ । বাংলাদেশ বিমানবাহিনীর সেøাগান কী ? = বাংলার আকাশ রাখিব মুক্ত । ৫ । এস এম এস এর জনক কে ? = ম্যাট্রি ম্যাক্কোনেন । ৬ । ‘ম্যানগ্রোভ ফরেস্টকে’ বাংলায় কী বলা হয় ? = লবণাক্ত ভূমির বন । ৭ । ‘বাঙালির স্বাধীনতা যুদ্ধ’ গ্রন্থের লেখক কে ? = আহমদ রফিক । ৮ । জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কী ? = সম্মিলিত প্রয়াস । ৯ । সার্কের মূল লক্ষ্য কী ? = অর্থনৈতিক সহযোগিতা । ১০ । ছয়দফা কে কবে ঘোষনা করেন ? = বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ৫ ফেব্রুয়ারী ১৯৬৬। ১১ । অমর একুশে ভাষ্কর্যটির ভাষ্কর কে ? = জাহানারা পারভীন । ১২ । ‘সদুক্তিকর্ণামৃত’ বইটি কে সংকলন করেছেন ? = শ্রীধর দাস । ১৩ । বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কবে শহীদ হন ? = ১০ ডিসেম্বর ১৯৭১ । ১৪ । সময়ের সাথে বেগের বৃদ্ধির হারকে ............................ বলে । = ত্বরণ । ১৫ । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ উপাধি দেওয়া হয় কবে ? = ৩ মার্চ ১৯৭১ । ১৬ । শিশু অধিকার ........................ অধিকারের অংশ । = মানবাধিকার । ১৭ । স্বাধীনতার পূর্ব পর্যন্ত বঙ্গভবনের নাম ছিল ...................... । = গভর্নর হাউজ । ১৮। দ্রুতি কাকে বলে ? = কোন বস্তুর একক সময়ের যে দূরত্ব অতিক্রম করে তাকে দ্রুতি বলে । ১৯ । জাতিসংঘের সাধারণ পরিষদের শিশু অধিকার সনদ কবে গৃহীত হয় ? = ১৯৮৯ ২০শে নভেম্বর । ২০ । বাংলাদেশ কবে শিশু অধিকার সনদের মূল দলিলে স্বাক্ষর করে ? = ২৬শে জানুয়ারী ১৯৯০ ।
×