ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৬:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৫

উচ্চ মাধ্যমিক শ্রেণির পড়াশোনা

দশম অধ্যায় বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসন ১। স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার প্রধান কাজ কী? ক) নেতৃত্বের সংকট খ) নিজ এলাকার কল্যাণ সাধন গ) জাতীয় সমস্যা দূরীকরণ ঘ) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ২। ইউনিয়ন পরিষদের মোট ওয়ার্ড কতটি? ক) ৩ খ) ৯ গ) ১২ ঘ) ১৩ ৩। কোনটি স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য? র) এলাকাভিত্তিক নির্বাচিত প্রতিনিধিদের শাসন রর) সর্বাধিক স্বাত্তশাসন ররর) সরকারী কর্মচারীদের শাসন নিচের কোনটি সঠিক ক) র খ) র ও রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর নিচের অনুচ্ছেদটি পড়ে ৪ নং প্রশ্নের উত্তর দাও? ইউনিয়ন চেয়ারম্যান তার ইউনিয়নের ‘ক’ ও ‘খ’ ব্যক্তির মধ্যকার জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে দিলেন। ৪। উদ্দীপকে ইউনিয়ন চেয়ারম্যান তার কোন ধরনের দায়িত্ব পালন করলেন? ক) বিচার সংক্রান্ত খ) বিবাদ মীমাংসা সংক্রান্ত কাজ গ) শান্তি শৃংখলা রক্ষা সংক্রান্ত কাজ ঘ) সেবামূলক কাজ ৫। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ক) ১৮ খ) ২৩ গ) ২৫ ঘ) ২৭ ৬। ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বার) বয়স কমপক্ষে কত বছর হতে হবে? ক) ১৮ খ) ২৫ গ) ২৭ ঘ) ২৮ ৭। পৌরসভার প্রধান কাজ কোনটি? ক) প্রশাসনিক খ) জনকল্যাণমূলক গ) আইন প্রণয়নমূলক ঘ) ন্যায়বিচার ৮। বাংলাদেশের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জনগণের ভোটে নির্বাচিত হন। এই নির্বাচনে প্রতিফলিত হয়েছে কোন পদ্ধতি? ক) পরোক্ষ খ) প্রত্যক্ষ গ) গোপন ভোট দান ঘ) প্রকাশ্য ভোটদান নিচের অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও জামাল সাহেব পৌর মেয়র নির্বাচিত হওয়ার পর এলাকার বাসিন্দা নজরুল ইসলাম সাহেব তার বাড়ির পাশের রাস্তাটির দুরবস্থা ও পয়ঃনিষ্কাশনের সমস্যা তার সমাধানে অনুরোধ জানালে জামাল সাহেব তা সম্পন্ন করেন। ৯। জামাল সাহেব কোন ধরনের কাজ করেছেন।? ক) শহর পরিকল্পনা খ) জনস্বাস্থ্য রক্ষা গ) সাহায্যে পুনবার্সন ঘ) জনকল্যাণ সুফল ১০। উক্ত কাজ সম্পাদনের ফলে- র) নজরুল লাভবান হবে রর) সমাজের উন্নয়ন হবে ররর) রাষ্ট্রের উন্নয়ন হবে নিচের কোনটি সঠিক ক) র খ) রর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
×