ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

এবার কমল স্বর্ণের দাম

প্রকাশিত: ০১:০৫, ১৯ সেপ্টেম্বর ২০১৭

এবার কমল স্বর্ণের দাম

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্ববাজারে দর কিছুটা কমায় দেশের বাজারে স্বর্ণের দর কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে করে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দর হবে ৪৮ হাজার ৯৮৯ টাকা। মঙ্গলবার সমিতির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার কার্যকর হবে। জুয়েলার্স সমিতি গত ১১ সেপ্টেম্বর স্বর্ণের দাম বৃদ্ধি করে। ওইসময় দর ভরিপ্রতি ৫০ হাজার ১৫৫ টাকা করে। মঙ্গলবার সমিতির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার থেকে সারা দেশে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৮ হাজার ৯৮৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৭৭৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪১ হাজার ১১৬ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা। সমিতি জানায়, আজ মঙ্গলবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণে ৫০ হাজার ১৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৭ হাজার ৮২২ টাকা, ১৮ ক্যারেট ৪১ হাজার ৯৯০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ২৬ হাজার ৮২৭ টাকায় বিক্রি হবে।
×