ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যালেঞ্জ জিততে চান লঙ্কান কোচ

সিরিজ জয়ের ভাল সুযোগ দেখছেন মুমিনুল

প্রকাশিত: ২১:৫৮, ২৩ মে ২০২২

সিরিজ জয়ের ভাল সুযোগ দেখছেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার ॥ আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্ট ড্র হওয়াতে সিরিজের এই শেষ ম্যাচ জিততে চায় উভয় দল। মিরপুরে সাধারণত টেস্ট ম্যাচের ফলাফল হয়। এখন পর্যন্ত এই ভেন্যুতে হওয়া ২২ টেস্টের মাত্র ৩টি ড্র হয়েছে, বাকি ১৯ টেস্টেই হয়েছে ফল। অবশ্য বাংলাদেশ দল জিততে পেরেছে মাত্র ৩টি। তবে মিরপুরে যেহেতু ফল হয়ে থাকে তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়ার দারুণ সুযোগ দেখছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক। আর এই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয়ারও মোক্ষম সুযোগ দেখছেন তিনি। কিন্তু সফরকারী শ্রীলঙ্কাও এই ম্যাচ জিততে উন্মুখ। তবে শ্রীলঙ্কার প্রধান কোচ জানিয়েছেন, এই ম্যাচ খেলা সহজ হবে না এবং দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলেই তার আশা। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রবিবার এসব কথা বলেন তারা। মিরপুরে সাধারণত থাকে স্পিনবান্ধব উইকেট। এবারও তার ব্যতিক্রম হওয়ার সম্ভাবনা কম। বাংলাদেশ দল তবুও এবার ২ পেসার নিয়েই খেলতে নামবে। এ বিষয়ে মুমিনুল বলেন, ‘কন্ডিশন সচরাচর যে রকম থাকে ওরকমই। আবহাওয়া কেমন হয় তার ওপর নির্ভর করছে। আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে তিনটাও খেলতে পারে।’ মিরপুর হওয়াতেই এবার জয়ের দারুণ সুযোগ দেখতে পাচ্ছেন তিনি। কারণ এখানে সাধারণত টেস্ট ম্যাচের ফলাফল হয়ে থাকে। মুমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় আমাদের জন্য ভাল একটা সুযোগ। চট্টগ্রাম টেস্টের কথা চিন্তা না করে এখন আমাদের নতুন করে চিন্তা করতে হবে। আশা করি ঢাকা টেস্টেও যেন দলগতভাবে খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের পক্ষে আসবে। আপনি মিরপুরে খেলুন বা দেশের বাইরে, সুযোগ তো সবসময়ই থাকে। সুযোগটা কীভাবে দেখছেন এটা হলো সবচেয়ে বড় জিনিস। কন্ডিশন বা সব কিছুর কথা চিন্তা করলে এটা একটা ভাল সুযোগ। সর্বোচ্চ সুযোগ না, তবে এটাও একটা সুযোগ। সুযোগ সবসময় থাকে, এটাও আমাদের জন্য আরেকটা সুযোগ সিরিজ জেতার।’ তবে এজন্য ব্যাটিং-বোলিংয়ে ভাল করা জরুরী।
×