ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে খেলতে চান না সাকিব

প্রকাশিত: ২১:৫৬, ২৩ মে ২০২২

ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে খেলতে চান না সাকিব

স্পোর্টস রিপোর্টার ॥ শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে চলছে বাংলাদেশের ২ টেস্টের সিরিজ। আজই শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এরপরই খুব কম সময় থাকবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে। আগামী ৫ জুন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ৩ ফরমেটের দল একসঙ্গে রওনা হবে। এর আগেই পুরো সিরিজ থেকে ছুটি নিশ্চিত করেছেন নির্ভরযোগ্য মিডলঅর্ডার মুশফিকুর রহিম। পবিত্র হজ পালনের জন্য তিনি পুরো এক মাসের ছুটি নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। ফলে ওয়েস্ট ইন্ডিজে তিনি ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি২০ খেলবেন না। এখন শোনা যাচ্ছে বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানও এই সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চান না। এই সিরিজটি ওয়ানডে সুপার লীগের অংশ না হওয়ায় সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাইছেন সাকিব। এখনও অবশ্য আনুষ্ঠানিকভাবে ছুটি চাননি এ অলরাউন্ডার। বিষয়টি নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আমরা এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারিনি। আমরা তাকে এখনও সব ফরমেটে ধরে নিয়েই এগোচ্ছি। কিন্তু যেহেতু পরের দিকে আছে ওয়ানডে সিরিজ, পরে যদি জানায়, তখন দেখা যাবে। শুনেছি সে সময় তার পারিবারিক কাজ থাকতে পারে।’
×