ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দুর্বৃত্তের আগুন

প্রকাশিত: ০০:০৩, ২০ মে ২০২২

পটিয়ায় বঙ্গবন্ধুর ম্যুরালে দুর্বৃত্তের আগুন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরালে পটিয়ায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। তবে কারা করেছে তা পুলিশ কিংবা কেউ নিশ্চিত করে জানাতে পারেনি। খরব পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান ও পটিয়া থানার পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম ব্যক্তিগত অর্থায়নে পরিষদের সামনে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণ করেন। এটি উদ্বোধন করার কথা রয়েছে জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর। রাস্তার পাশে ও ইউনিয়ন পরিষদের সামনে নির্মিত ম্যুরালটি এতদিন ত্রিপল দিয়ে ঢাকা ছিল। বৃহস্পতিবার ভোর রাতে ম্যুরালে আগুন দিলে ত্রিপলের বেশিরভাগ অংশ পুড়ে ছাই হয়। আগুন দেয়ার বিষয়টি সকালে জানাজানি হলে থানা পুলিশকে জানানো হয়। ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ করিম ও আমির আলী জানিয়েছেন, প্রতিদিনের মতো তারা রাতে পরিষদের দোতলায় ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখতে পান ঢেকে দেয়া ত্রিপল পুড়ে গেছে। কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম জানিয়েছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মিত ম্যুরালটিতে দুর্বৃত্তরা রাতের আঁধারে আগুন দিয়েছে। এটি যারাই করুক তাদের শাস্তির দাবি জানাচ্ছি। পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, বঙ্গবন্ধুর ম্যুরালে আগুন দেয়ার বিষয়ে জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে যান। আগুনে ত্রিপলের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
×