ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

র‌্যাবের সাফল্য

প্রকাশিত: ২১:১৪, ৩১ মার্চ ২০২২

র‌্যাবের সাফল্য

দেশের এলিট ফোর্স হিসেবে পরিচিত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাবের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গী ও সন্ত্রাসবাদ দমনে সংশ্লিষ্ট বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেছেন। এর বাইরেও মাদক ব্যবসা ও পাচার প্রতিরোধ, মানুষ-নারী-শিশু পাচার রোধ, অবৈধ ক্যাসিনো বা জুয়া বন্ধের জন্য বিভিন্ন ক্লাবে র‌্যাবের দুঃসাহসী অভিযান, ভেজাল খাদ্য ও ওষুধ বিরোধী অভিযান সর্বোপরি দুর্নীতি-অনিয়ম প্রতিরোধ এবং নির্মূলেও র‌্যাবের অবদান অনস্বীকার্য। সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলেও স্মরণীয় হয়ে থাকবে র‌্যাবের ভূমিকা জলদস্যু দমনে। ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যাবের ইনসিগনিয়া প্রবর্তন করা হয়েছে, যা বাহিনীর প্রতিটি সদস্যের অনন্য সম্মান ও মর্যাদার প্রতীক। প্রতি বছর র‌্যাব বাহিনী দিনটিকে রেইজিং ডে হিসেবে পালন করে থাকে। এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর সেøাগান ‘নিরাপত্তা রক্ষায় গণমানুষের আস্থায়’ যথার্থ অর্থে দেশব্যাপী বাস্তবায়িত করে যাচ্ছে র‌্যাব। করোনা অতিমারীতেও এই বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। এ অবস্থায় এ বাহিনীর কতিপয় সদস্যের ওপর যুক্তরাষ্ট্র কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা একেবারেই অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য। সে প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন, যুক্তরাষ্ট্র অপরাধীদের রক্ষা করে, আশ্রয়-প্রশ্রয় দেয়। তারা জাতির পিতা বঙ্গবন্ধুর খুনীদের আশ্রয় ও নাগরিকত্ব দিয়েছে সে দেশে। দেশটিতে বর্ণবাদের নামে কৃঞ্চাঙ্গদের ওপর প্রায়ই ঝাঁপিয়ে পড়ে সে দেশের পুলিশ। গুলি করে শিশু হত্যা অথবা বুটের নিচে পিষে কৃঞ্চাঙ্গ নাগরিক হত্যার মতো ঘটনা ঘটে। সেক্ষেত্রে কোন মানবাধিকার লঙ্ঘন হয় না। এসব অপরাধমূলক কর্মকা-ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জড়িত থাকলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হয় না কোন ব্যবস্থা। অথচ বাংলাদেশে হলি আর্টিজানসহ জঙ্গী ও সন্ত্রাসী কর্মকা- দমন ও নির্মূলে র‌্যাব সাফল্যের সাক্ষর রাখলেও সম্প্রতি কতিপয় সদস্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপ করেছে নিষেধাজ্ঞা, যার কারণ বোধগম্য নয়। এ ধরনের দ্বিচারিতা বা দ্বিমুখী আচরণ কখনও প্রত্যাশিত নয়। প্রধানমন্ত্রী র‌্যাব সদস্যদের আইন অনুযায়ী দায়িত্বশীল বলিষ্ঠ ও সাহসী ভূমিকা পালনের আহ্বান জানান। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল) ভিক্টোরিয়া নুল্যান্ডের বাংলাদেশ সফরে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সংলাপে আশার আলো দেখা দিয়েছে। তিনি বলেছেন, গত তিন মাসে মানবাধিকার পরিস্থিতির উন্নতি হয়েছে বাংলাদেশে। সেক্ষেত্রে র‌্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ইতিবাচক সমাধান সম্ভব। বাংলাদেশ সরকারও ইতোমধ্যে লবিস্ট নিয়োগ করেছে সেদেশে। খুব শীঘ্রই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা রয়েছে। সে অবস্থায় আশা করা যায় যে, যুক্তরাষ্ট্র কর্তৃক র‌্যাবের কতিপয় সদস্যের আরোপিত নিষেধাজ্ঞা উঠে যেতে পারে অচিরেই।
×